কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সওজের জমিতে স্কুল কর্তৃপক্ষের দোকান নির্মাণের অভিযোগ

শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দোকান নির্মাণের কাজ করছে। ছবি : কালবেলা
শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দোকান নির্মাণের কাজ করছে। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমিতে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণে সড়ক সরু হয়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম বলেছেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের বড়লেখা-শাহবাজপুর ভায়া দৌলতপুর সড়কের শাহবাজপুর বাজারের প্রবেশমুখে সড়কের পাশে শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সীমানা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করেন, স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের জমির সঙ্গে প্রতিষ্ঠানের জমির সীমানা নির্ধারণ করেনি। এ অবস্থায় সিংহভাগ সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছে। এর একাংশে কিছু জায়গা ফাঁকা ছিল। সেখানেও চার দিন আগে দোকান নির্মাণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এতে সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ভাড়া দেওয়ার জন্য এখানে তিনটি কক্ষ তৈরি করানো হচ্ছে।

সরেজমিনে গিয়ে সরকারি পাকা সড়ক সংলগ্ন স্থানে দোকান নির্মাণের কাজ চলতে দেখা গেছে। শাহবাজপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান বাবুল জানান, তার জানা মতে, যেখানে দোকান বানানো হচ্ছে এর বেশিরভাগ জমি সড়ক ও জনপথ বিভাগের। সড়কের জমিতে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ কীভাবে স্থাপনা নির্মাণ করল বা এখন করছে তিনি তা জানেন না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্কুল কর্তৃপক্ষের ইতিপূর্বের তৈরি করা দোকানের সিংহভাগ জমিই সরকারি জমি। এবার নির্মাণকাজ শুরু করতেই তিনি তাদের বাধা দিয়েছিলেন। কিন্তু তা মানা হয়নি।

এ ব্যাপারে স্কুলটির অধ্যক্ষ আব্দুল বাছিত বলেন, ‘সড়কের জমিতে নয়, স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জমিতেই কমিটির অনুমোদন নিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সীমানা নির্ধারণ করে স্থাপনা তৈরির কাজ শুরু করা হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম জানান, সীমানা নির্ধারণ ব্যতিত সওজের জমি সংলগ্ন স্থানে কারও স্থাপনা নির্মাণ করা মোটেও সঠিক নয়। তিনি খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১০

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১১

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১২

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

১৩

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১৪

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৫

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৬

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৭

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৮

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৯

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

২০
X