কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সওজের জমিতে স্কুল কর্তৃপক্ষের দোকান নির্মাণের অভিযোগ

শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দোকান নির্মাণের কাজ করছে। ছবি : কালবেলা
শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দোকান নির্মাণের কাজ করছে। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমিতে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণে সড়ক সরু হয়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম বলেছেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের বড়লেখা-শাহবাজপুর ভায়া দৌলতপুর সড়কের শাহবাজপুর বাজারের প্রবেশমুখে সড়কের পাশে শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সীমানা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করেন, স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের জমির সঙ্গে প্রতিষ্ঠানের জমির সীমানা নির্ধারণ করেনি। এ অবস্থায় সিংহভাগ সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছে। এর একাংশে কিছু জায়গা ফাঁকা ছিল। সেখানেও চার দিন আগে দোকান নির্মাণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এতে সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ভাড়া দেওয়ার জন্য এখানে তিনটি কক্ষ তৈরি করানো হচ্ছে।

সরেজমিনে গিয়ে সরকারি পাকা সড়ক সংলগ্ন স্থানে দোকান নির্মাণের কাজ চলতে দেখা গেছে। শাহবাজপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান বাবুল জানান, তার জানা মতে, যেখানে দোকান বানানো হচ্ছে এর বেশিরভাগ জমি সড়ক ও জনপথ বিভাগের। সড়কের জমিতে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ কীভাবে স্থাপনা নির্মাণ করল বা এখন করছে তিনি তা জানেন না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্কুল কর্তৃপক্ষের ইতিপূর্বের তৈরি করা দোকানের সিংহভাগ জমিই সরকারি জমি। এবার নির্মাণকাজ শুরু করতেই তিনি তাদের বাধা দিয়েছিলেন। কিন্তু তা মানা হয়নি।

এ ব্যাপারে স্কুলটির অধ্যক্ষ আব্দুল বাছিত বলেন, ‘সড়কের জমিতে নয়, স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জমিতেই কমিটির অনুমোদন নিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সীমানা নির্ধারণ করে স্থাপনা তৈরির কাজ শুরু করা হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম জানান, সীমানা নির্ধারণ ব্যতিত সওজের জমি সংলগ্ন স্থানে কারও স্থাপনা নির্মাণ করা মোটেও সঠিক নয়। তিনি খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১০

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১৩

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৪

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৫

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১৬

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৭

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৮

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৯

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

২০
X