কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সওজের জমিতে স্কুল কর্তৃপক্ষের দোকান নির্মাণের অভিযোগ

শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দোকান নির্মাণের কাজ করছে। ছবি : কালবেলা
শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দোকান নির্মাণের কাজ করছে। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমিতে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণে সড়ক সরু হয়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম বলেছেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের বড়লেখা-শাহবাজপুর ভায়া দৌলতপুর সড়কের শাহবাজপুর বাজারের প্রবেশমুখে সড়কের পাশে শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সীমানা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করেন, স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের জমির সঙ্গে প্রতিষ্ঠানের জমির সীমানা নির্ধারণ করেনি। এ অবস্থায় সিংহভাগ সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছে। এর একাংশে কিছু জায়গা ফাঁকা ছিল। সেখানেও চার দিন আগে দোকান নির্মাণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এতে সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ভাড়া দেওয়ার জন্য এখানে তিনটি কক্ষ তৈরি করানো হচ্ছে।

সরেজমিনে গিয়ে সরকারি পাকা সড়ক সংলগ্ন স্থানে দোকান নির্মাণের কাজ চলতে দেখা গেছে। শাহবাজপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান বাবুল জানান, তার জানা মতে, যেখানে দোকান বানানো হচ্ছে এর বেশিরভাগ জমি সড়ক ও জনপথ বিভাগের। সড়কের জমিতে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ কীভাবে স্থাপনা নির্মাণ করল বা এখন করছে তিনি তা জানেন না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্কুল কর্তৃপক্ষের ইতিপূর্বের তৈরি করা দোকানের সিংহভাগ জমিই সরকারি জমি। এবার নির্মাণকাজ শুরু করতেই তিনি তাদের বাধা দিয়েছিলেন। কিন্তু তা মানা হয়নি।

এ ব্যাপারে স্কুলটির অধ্যক্ষ আব্দুল বাছিত বলেন, ‘সড়কের জমিতে নয়, স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জমিতেই কমিটির অনুমোদন নিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সীমানা নির্ধারণ করে স্থাপনা তৈরির কাজ শুরু করা হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম জানান, সীমানা নির্ধারণ ব্যতিত সওজের জমি সংলগ্ন স্থানে কারও স্থাপনা নির্মাণ করা মোটেও সঠিক নয়। তিনি খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

১০

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

১১

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১২

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

১৩

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

১৪

ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

১৫

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫’

১৬

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

১৭

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

১৮

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল এআইইউবি 

১৯

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : গোলাম পরওয়ার

২০
X