পঞ্চগড়ে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে আজও কনকনে শীত। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের পরিস্থিতি একই রয়েছে। আগের মতোই জবুথবু অবস্থা সবার।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে । এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে । রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা । ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থা আরও দু-এক দিন থাকতে পারে।
সরেজমিন দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সে সঙ্গে হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হন না। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
মন্তব্য করুন