আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, ফলে প্রতিদিন এভাবেই যাতায়াত করতে হয় এলাকাবাসীর। ছবি : কালবেলা
সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, ফলে প্রতিদিন এভাবেই যাতায়াত করতে হয় এলাকাবাসীর। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের কদমতারা মহল্লার ভাগুলিপাড়া (পুবের বাড়ি) এলাকা। প্রায় শতাধিক পরিবারের কয়েকশ স্কুল-কলেজ শিক্ষার্থীসহ জনসাধারণের যাতায়াতের দুর্ভোগ কমাতে ধুলিয়া খালের ওপর সেতু নির্মাণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে আট মিটার (২৮ ফিট) লম্বা সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুর সুফল ভোগ করতে পারছেন না এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, কয়েক মাসে পূর্বে যোগদান করায় বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন সেতুটি নির্মাণের পর বিভিন্ন জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি এখনো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পশ্চিমভাগ কদমতারা গ্রামের ধুলিয়া খালের ওপর ২৩ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়।

নির্মাণের পর কেটে গেছে প্রায় আট বছর। এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুর উভয় পাশে করা হয়নি কোনো সংযোগ সড়ক। আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়াসহ গ্রামের নারী পুরুষদের চিকিৎসাসেবা ও বিভিন্ন কাজে উপজেলা সদর এবং জেলা শহরে যাওয়া-আসায় সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সরেজমিনে আলাপকালে পশ্চিমভাগ কদমতারা গ্রামের সস্তু মিয়া কালবেলাকে বলেন, দীর্ঘদিন আগে সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজেই আসছে না সেতুটি।

এলাকার বয়োবৃদ্ধ বাবুল মিয়া জানান, সেতুটির সংযোগ সড়ক না থাকায় শীতকালে মাটির বস্তা ফেলে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় কাঁদা পানি মাড়িয়ে মূল সড়কে যেতে হয়। বিশেষ করে বয়োবৃদ্ধ, মহিলা ও স্কুলগামী ছোট বাচ্চাদের দুর্ভোগ পোহাতে হয় বেশি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মুহিবুর হাসান দুলু জানান, সেতুটি এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে এটি তেমন কাজে আসছে না।

শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার বলেন, নির্মাণের পর সংযোগ সড়কের অংশে ব্যক্তি মালিকানাধীন ভূমি জটিলতায় আজ অবদি সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল কালবেলাকে বলেন, কয়েক মাস আগে আজমিরীগঞ্জ উপজেলায় যোগদান করেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছু জটিলতায় সংযোগ সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি। সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহীন আফ্রিদির কঠোর বার্তা

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

১০

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

১১

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

১২

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

১৩

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

১৪

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

১৫

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

১৭

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৮

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

১৯

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

২০
X