লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার হেরোইন সেবনের ভিডিও ফাঁস

হেরোইন সেবনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মো. ফুয়াদ পাটোয়ারী। ছবি : কালবেলা
হেরোইন সেবনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মো. ফুয়াদ পাটোয়ারী। ছবি : কালবেলা

লালমনিরহাটে ফুয়াদ পাটোয়ারি নামে এক ছাত্রলীগ নেতার হেরোইন সেবনের ভিডিও ফাঁস হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ফাঁস হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়ে স্থানীয় ছাত্রলীগ নেতারা। পরে ওই ছাত্রলীগ নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারণ সম্পাদক মারুফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতা ফুয়াদ পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এবং ওই উপজেলার নবীনগর গ্রামের বাবুর আলীর ছেলে।

ফাঁস হওয়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজনকে সঙ্গে নিয়ে একটি ভুট্টাক্ষেতের মাঝখানে বসে হেরোইন সেবন করছেন ছাত্রলীগ নেতা ফুয়াদ। এ সময় একজনকে অশ্রাব্য ভাষায় কথা বলতে দেখা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, বাউরা ইউনিয়ন শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মো. ফুয়াদ পাটোয়ারীকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাউরা ইউনিয়ন শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, পাটগ্রাম উপজেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ফুয়াদ এলাকার বিভিন্ন চুরির সঙ্গে জড়িত। গত মাসে বাউরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাউরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌড় গোবিন্দ ও লিটু সাহার বাড়ি এবং ভূবন বিহারির গোডাউনের মালামাল চুরি হয়। সেই চুরি যাওয়া মালামালের মধ্যে একটি বাইসাইকেল স্থানীয়রা উদ্ধার করলে ওই চোর সিন্ডিকেটের ফুয়াদের নাম প্রকাশ করে। পরে লিটু সাহা ফুয়াদের নামে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের চাপে স্থানীয় সালিশে সাইকেল ফেরত দেয় ফুয়াদ। এতে ক্ষিপ্ত হয়ে উল্টো লিটু সাহাসহ ছয়জনের বিরুদ্ধে লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগ দায়ের করলে আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

লিটু সাহা বলেন, ফুয়াদ বিভিন্ন চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত। চোরের উৎপাতে এলাকাবাসী রাতে ঘুমাতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন।

এ অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফুয়াদ বলেন, ওই ভিডিওটি আমার না। আমাকে কেন বহিষ্কার করা হলো তাও বলতে পারব না। তবে সাইকেল চুরির বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কল কেটে দেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভ বলেন, আমরা বিষয়টি নিয়ে লজ্জিত। ইউনিয়ন ছাত্রলীগ তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা এ ব্যাপারে জেলা কমিটির কাছে চিঠি পাঠিয়েছি। কেন্দ্র থেকে নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির সঙ্গে শুক্রবার বসবেন ট্রাম্প

শীত এলেই কি চুল পড়ে বা ভেঙে যায়, বিশেষজ্ঞ জানালেন যত্নের উপায়

নভেম্বরেই কি দেশে শৈত্যপ্রবাহ আসছে?

চাঁদাবাজদের রুখতে হলে প্রস্তুতি নিতে হবে : ইঞ্জিনিয়ার ইকবাল

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

ট্রাম্পের জলবায়ু নীতিতে বাড়তে পারে ১৩ লাখ মৃত্যু

গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হিমেল বাতাসে ১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

নিরাপদ থাকতে ব্রাউজারে যা ব্যবহার করবেন

১০

তোপের মুখে রাম চরণের স্ত্রী

১১

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

১২

মুগ্ধতা ছড়াচ্ছে হাইড্রোলিয়া জেইলানিকা ফুল

১৩

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

১৪

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে

১৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

১৬

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৭

৩৬ ঘণ্টার হরতাল চলছে

১৮

নাশতার জন্য সেরা ১২ খাবার

১৯

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

২০
X