গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কৃষিতে নতুন সম্ভাবনা রঙিন ফুলকপি, ভাগ্য ফেরাতে পারে চাষির

ক্ষেত থেকে রঙিন ফুলকপি তুলে দেখাচ্ছেন রিপন মিয়া। ছবি : কালবেলা
ক্ষেত থেকে রঙিন ফুলকপি তুলে দেখাচ্ছেন রিপন মিয়া। ছবি : কালবেলা

আধুনিকায়নের ছোঁয়া লেগেছে কৃষিতে। গবেষণা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষক ফসলের উৎপাদন বাড়াচ্ছেন। তেমনি নতুন ধরনের ফসল চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন। এ ধারায় যোগ হয়েছে রঙিন ফুলকপি। এটি চাষে সফলও হচ্ছেন কৃষক। এমনই একজন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বরুরিয়া গ্রামের কৃষক রিপন মিয়া (২৮)। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় রঙিন ফুলকপি চাষ করে তিনি সাফল্য পেয়েছেন।

সরেজমিনে জানা যায়, দুই বছর আগে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে রিপন মিয়া সাত বন্ধুকে নিয়ে সেভেন স্টার অ্যাগ্রো ফার্ম নামে চার একর জমিতে ফুলকপি, শসা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়ার চাষ শুরু করেন। এ বছর উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে জামালপুর থেকে দুই হাজার রঙিন ফুলকপির চারা সংগ্রহ করেন। ২০ শতাংশ জমিতে সাদা ফুলকপির পাশাপাশি বেগুনি ও হলুদ রঙের ফুলকপির চাষ করেন তিনি। এতে তার সেচ, পরিবহন ও জৈব, রাসায়নিক সারের খরচ বাবদ ব্যয় হয়েছে ১২ হাজার টাকা।

এ জাতের কপি রোপণের ৮০-৮৫ দিনের মধ্যে বিক্রি করা যায় এবং সাধারণ কপির মতোই চাষাবাদ করতে হয়। তবে জৈবসার বেশি প্রয়োগ করলে ফলন ভালো হয়।

রঙিন ফুলকপির ব্যাপক চাহিদা থাকায় ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং প্রতিটি কপির ওজন হয়েছে দেড় থেকে দুই কেজি। এতে এক লাখ টাকার ওপরে বিক্রয় মূল্য আসবে বলে জানান রিপন মিয়া।

রিপন মিয়া বলেন, চাষাবাদ শুরুর পর রঙিন ফুলকপি চাষে সবচেয়ে বেশি লাভবান হয়েছি। আমার এখানে প্রতিদিন গ্রামের ৫-৬ জন নারী কাজ করছেন। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি, এটাও আমার আনন্দ। দূর-দূরান্ত থেকে প্রতিদিন অনেক কৃষক আগ্রহ নিয়ে নতুন এই ফুলকপি দেখতে আসছেন। অনেকেই আগামীতে এই কপি চাষের আগ্রহ দেখাচ্ছেন। ধনবাড়ী ও মধুপুরের আড়তে এগুলো বিক্রি করা হয়।

চাষাবাদের কাজে সহায়তা করা রহিমা বেগম (৫৫) বলেন, এই কপি দ্রুত সিদ্ধ হয়। স্বাদ ভালো। প্রতিদিন অনেক মানুষ এগুলো দেখতে আসে।

বরুরিয়া গ্রামের কৃষক লুৎফর রহমান তালুকদার বলেন, আগামী বছর আমিও এই রঙিন ফুলকপি চাষে আগ্রহী। যদি উপজেলা কৃষি অফিস থেকে চারা পাই তবে আমিও চাষ করব।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, রঙিন ফুলকপির মধ্যে বিটা কেরোটিন এবং অ্যান্টি অক্সডিন্টে থাকার কারণে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আগামীতে এই কপির চাষাবাদ বাড়াতে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি, আসছে নতুন বিধিমালা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব‌্যাংক

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কোপালেন লতিফ 

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

রায় শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি, হাসপাতালে গেল প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

১০

হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া নিয়ে ইমির পোস্ট

১১

প্রকাশ্যে টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোর ঘটনায় মামলা

১২

ভাইরাল জ্বরে কী খাবেন, কী খাবেন না

১৩

শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর নেমে আসবে বিপদ, জানালেন মাখোঁ

১৪

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ 

১৫

আজ বিশ্ব মানবিক দিবস

১৬

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৭

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

১৮

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

২০
X