মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কোপালেন লতিফ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ঘাতক স্বামী পালিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার রোজিনা আক্তার (৩৫) ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। অভিযুক্ত আব্দুল লতিফ (৪৬) ওই এলাকার খবির উদ্দিনের ছেলে। এলাকাবাসী ঘাতককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য হচ্ছিল। এক সপ্তাহ আগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। গত রোববার (১৭ আগস্ট) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ঘটনার আপস-মীমাংসার মাধ্যমে লতিফ মিয়া স্ত্রী রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। এর পরদিন তাদের দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে ও পূর্বপরিকল্পিতভাবে দুপুরে লতিফ মিয়া নিজ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্ত্রীকে হত্যা নিশ্চিত করে ঘটনার পরপরই ঘাতক স্বামী লতিফ পালিয়ে যান। পরে আশপাশের ও বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে মির্জাপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার ওসি তদন্ত মো. সালাউদ্দিন এবং উপপরিদর্শক মো. ফরহাদ হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, পরকীয়া ও পারিবারিক কলহে স্বামী আব্দুল লতিফ মিয়া তার স্ত্রী রোজিনা বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা গেলে খুনের মূল রহস্য উদ্ঘাটন করা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোজিনার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

১২নং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা বলেন, পরকীয়া ও স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রোজিনা নির্মমভাবে খুন হয়েছে। তাদের দুই সন্তান রয়েছে। ঘটনার পর স্বামী আব্দুল রতিফ পলাতক। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স্বামী আব্দুল লতিফ গ্রেপ্তার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

এই ৩ ভুল করছেন? শত চেষ্টাতেও কমবে না মেদ

একদিন পর ভেসে উঠল ইসমাইলের মরদেহ

বিশ্বে প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু

বাংলাদেশে শুরু হলো দ্বিতীয় আইসিএফপি সম্মেলন

মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রকাশ

১০

ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সাদিক কায়েমের পোস্ট

১১

বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’

১২

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭০ জন

১৪

ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৫

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

১৬

আমিরকে নিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা ওমানের

১৭

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

১৮

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

১৯

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

২০
X