মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কোপালেন লতিফ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ঘাতক স্বামী পালিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার রোজিনা আক্তার (৩৫) ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। অভিযুক্ত আব্দুল লতিফ (৪৬) ওই এলাকার খবির উদ্দিনের ছেলে। এলাকাবাসী ঘাতককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য হচ্ছিল। এক সপ্তাহ আগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। গত রোববার (১৭ আগস্ট) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ঘটনার আপস-মীমাংসার মাধ্যমে লতিফ মিয়া স্ত্রী রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। এর পরদিন তাদের দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে ও পূর্বপরিকল্পিতভাবে দুপুরে লতিফ মিয়া নিজ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্ত্রীকে হত্যা নিশ্চিত করে ঘটনার পরপরই ঘাতক স্বামী লতিফ পালিয়ে যান। পরে আশপাশের ও বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে মির্জাপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার ওসি তদন্ত মো. সালাউদ্দিন এবং উপপরিদর্শক মো. ফরহাদ হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, পরকীয়া ও পারিবারিক কলহে স্বামী আব্দুল লতিফ মিয়া তার স্ত্রী রোজিনা বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা গেলে খুনের মূল রহস্য উদ্ঘাটন করা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোজিনার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

১২নং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা বলেন, পরকীয়া ও স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রোজিনা নির্মমভাবে খুন হয়েছে। তাদের দুই সন্তান রয়েছে। ঘটনার পর স্বামী আব্দুল রতিফ পলাতক। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স্বামী আব্দুল লতিফ গ্রেপ্তার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিসের ভাষায় ভালো মৃত্যুর ১৫ আলামত

বিতর্কিতরাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমান

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’

ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

মাত্র ১৪ বছরে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম

পিআর পদ্ধতিতে ভোটে জনগণের ক্ষমতা খর্ব হবে : ফখরুল

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

১০

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

১১

গুঁড়া দুধ দিয়ে সহজ রসগোল্লা

১২

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে

১৩

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

১৪

বাসচালকের সিটে লুকানো ছিল ৩০ লাখ টাকার মাদক

১৫

হজে ব্যয় না হওয়া টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

১৬

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান

১৮

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

১৯

জাগপার নতুন কর্মসূচি ঘোষণা

২০
X