কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি। ছবি : সংগৃহীত

শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া-ইউক্রেন উভয়কে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের বক্তব্য এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থেকে। কিন্তু শক্তিধর রাশিয়া সেটি মেনে নেবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া যুক্তরাষ্ট্র। এ প্রচেষ্টায় সরাসরি যুক্ত করা হয়েছে ইউরোপীয় নেতাদের। সোমবার (১৮ আগস্ট) তাদের সঙ্গে দিনভর বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে পশ্চিমা স্বার্থ রক্ষা করে কীভাবে যুদ্ধ থামানো যায় তা নিয়ে বিস্তর আলোচনা করেন নেতারা।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প। রুদ্ধদ্বার সেই বৈঠক নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেলেনস্কি-পুতিন বৈঠকেরও উদ্যোগ নিয়েছেন তিনি।

কিন্তু পর্দার আড়ালে ঠিক কী আলোচনা হচ্ছে তা কেউ খোলাসা করছেন না। সবাই ভাসাভাসা বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে শান্তি আলোচনায় যে উভয়পক্ষকে কিছু ছাড় দিতে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন। সেখানে বলা হয়েছে, ইউক্রেনকে অবশ্যই তার ভূখণ্ডের কিছু অংশ রাশিয়ার কাছে ছেড়ে দিতে প্রস্তুত থাকতে হবে।

রোববার পোস্টটিতে বলা হয়েছে, ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড হারাতে রাজি থাকতে হবে; অন্যথায় যুদ্ধ যত দীর্ঘ হবে, তারা আরও বেশি ভূমি হারাবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই শান্তি চুক্তি করার জন্য ছাড় দিতে হবে। দুটি যুদ্ধরত গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি করা সম্ভব নয় যদি না উভয়পক্ষ কিছু ছেড়ে দিতে সম্মত হয়। অন্যথায়, যদি একপক্ষ তাদের যা কিছু চায় তা পায়, তবে তা শান্তি চুক্তি নয়; একে আত্মসমর্পণ বলা হয়।

তিনি বলেন, এটা সহজ নয় এবং হয়তো এটা ন্যায্যও না। কিন্তু যুদ্ধের অবসান ঘটানোর জন্য এটাই প্রয়োজন। রুবিও গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় উপস্থিত ছিলেন।

রুবিও বলেন, এই লাইনগুলো কেমন হবে তা পুতিন এবং জেলেনস্কির ওপর নির্ভর করবে। আমেরিকার ভূমিকা হলো দুপক্ষের মধ্যে যোগাযোগ নিশ্চিত করা। আমরা সেখানে সাহায্য করার জন্য থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১০

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১১

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১২

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৩

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৪

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৫

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৬

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৭

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১৮

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

১৯

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

২০
X