বাগেরহাট শহরতলীর দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই যুবক।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার নির্দেশ দিলে অজ্ঞাত দুই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা জব্দ করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া দুই যুবককে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পালিয়ে যাওয়া দুই যুবক মাদক বিক্রেতা কিনা সে বিষয়টি শনাক্ত করার পর জানা যাবে।
মন্তব্য করুন