আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২ দিন পর মিলল মাদ্রাসাছাত্রীর মরদেহ

আমতলী থানা, বরগুনা। ছবি : সংগৃহীত
আমতলী থানা, বরগুনা। ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে নিখোঁজের দুদিন পর খাল থেকে তানজিলা বেগম (১২) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আমতলীর সোনাউঠা খাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হৃদয়সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বরগুনা আমতলী উপজেলার সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের তোফাজ্জেল হোসেন খানের মেয়ে তানজিলা বেগম। তানজিলা ইসলামপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর মঙ্গলবার সকালে তার বাবা আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা পুঁজাখোলা গ্রামের পাশে অবস্থিত সোনাউঠার খালের পাতাবনে তানজিলার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে। উদ্ধারের পাশাপাশি পুলিশ পুজাখোলা গ্রামে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা প্রতিবেশী শহিদুল খানের ছেলে হৃদয় খান (২০) এবং তার সহযোগী ছোবহান খানের ছেলে জাহিদুলকে (১৯) গ্রেপ্তার করে।

পুজাখোলা গ্রামের বাসিন্দা ফোরকান হাওলাদার জানান, হৃদয়খান ও জাহিদুল এলাকায় বখাটে এবং মাদকসেবী হিসেবে পরিচিত। তারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িত। মাদকাসক্ত হওয়ায় এলাকার মানুষ তাদের ভয় পায়। আমরা এই হত্যার বিচার চাই।

নিহত তানজিলার বাবা তোফাজ্জেল হোসেন খান বলেন, আমার মেয়ে সকালে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাইনি। দুই দিন পর আজ তার লাশ পেলাম। আমার মেয়েকে হৃদয় ১৫ লাখ টাকার জন্য মেরে ফেলেছে। আমি তার ফাঁসি চাই।

নিহত তানজিলা বেগমের মা রেবেকা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে কী দোষ করছিল যে তাকে মেরে ফেলতে হবে? আমি আমার মেয়েকে হত্যার কঠিন শাস্তি চাই।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা শ্বাসরোধে হত্যার পর তানজিলার লাশ গুমের জন্য পাতাবনে ফেলে রাখে। লাশ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিক বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম ও আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খুনের মূলহোতা প্রতিবেশী হৃদয়খান এবং তার সহযোগী জাহিদুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন

ভুলেও এআই চ্যাটবটকে এই ১০ তথ্য দেবেন না

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

আশাশুনি-কালীগঞ্জে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না : কাজী আলাউদ্দিন

৩০ বছরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

১০

তনির বিরুদ্ধে সাবেক স্বামীর এজাহার, জবাবে যা বললেন

১১

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

১২

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

১৩

একটানা লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট / চার দিনের মধ্যে দাবি না মানলে শাটডাউন

১৫

প্রকাশিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

১৬

হাঁস নাকি মুরগির ডিম বেশি উপকারী? যা বলছেন পুষ্টিবিদ 

১৭

ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে : মফিকুল হাসান

১৮

‘বাউলিয়ানার নামে ভণ্ডামি ছাড়ুন’

১৯

পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

২০
X