কয়েকদিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের সীমান্ত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে মিয়ানমারের ভেতর থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। থেমে থেমে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল মোস্তফা।
তিনি জানান, সকাল ৭টা থেকে মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এলাকা থেকে গুলির শব্দ ভেসে আসছে। নিয়মিত বিরতিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। আজ সকাল ১০টা পর্যন্ত গোলাগুলি শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, বালুখালী সীমান্তের ওপারে মিয়ানমার অংশে ইতোমধ্যে নিজেদের দখল প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী আরাকান আর্মি। তাদের সামনে টিকতে না পেরে মিয়ানমারের বর্ডার গার্ড সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছেন। বর্তমানে ওই এলাকায় যে গোলাগুলি হচ্ছে, তা আরাকান আর্মি ও রোহিঙ্গা মাদক চোরাকারবারি নবী হোসেনের গ্রুপের সদস্যদের মধ্যে চলছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
গত কয়েক সপ্তাহ ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওপারে মিয়ানমার অংশে আরাকান আর্মি ও সে দেশের সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে।
মন্তব্য করুন