ফাল্গুনের শুরুতেই শরীয়তপুরের বিভিন্ন স্থানে প্রথম মৌসুমি বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হালকা ঝড়ো বাতাস বইতে থাকে। বাতাসের বেগ কমার সাথে সাথে শুরু হয় বৃষ্টি। শরীয়তপুরের সিএনজি চালক রুহুল আমীন বলেন, শরীয়তপুর ডামুড্যা ও ভেদরগঞ্জের রাস্তার কাজ চলমান। ফলে ধুলা ও ইটের গুড়ায় রাস্তার দুপাশের গাছগুলো ইটের রং ধারণ করে। ফাগুনের একটু বৃষ্টিতে গাছগুলো যেন সবুজ হয়ে উঠেছে। প্রশান্তির বৃষ্টির সঙ্গে ছিল হালকা ঝড়ো বাতাস।
ব্যবসায়ী হাসান মাহমুদ বলেন, সচরাচর ফাল্গুন মাসে আমি এরকম বৃষ্টি দেখিনি। তবে এখন বৃষ্টি খুবই দরকার ছিল। বৃষ্টি না হওয়ার কারণে শরীয়তপুরের প্রায় প্রতিটি রাস্তা ধুলাবালিতে ভরে যায়। বৃষ্টির কারণে ধুলাবালি কমেছে।
কৃষিবিদ মোতালেব হোসেন বলেন, ফাগুনের প্রথম বৃষ্টি হওয়ায় গাছ ও বোরো ধানের জন্য খুবই উপকার হলো। বিশেষ করে আম গাছে এবার প্রচুর মুকুল আসবে।
মন্তব্য করুন