সড়ক নির্মাণে অনিয়মে বাধা দেওয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম সবুজ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
হাজিউজ্জামান আশিক উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের সহকারী মাঠ প্রকৌশলী। সবুজ একই উপজেলার টঙভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ওই উপজেলার সিঙ্গিমারী ইউপি থেকে গড্ডিমারী ইউপি পর্যন্ত ৩ কিলোমিটার একটি সড়ক প্রভাতী প্রকল্পের আওতায় নির্মাণ চলছে। যার সাব ঠিকদার হিসেবে কাজ করছে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ আর তদারকির দায়িত্বে আছেন হাজিউজ্জামান আশিক নামে ওই প্রকৌশলী।
বৃহস্পতিবার সকালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তোলেন ওই প্রকৌশলী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে সবুজ। হাজিউজ্জামান আশিকের অভিযোগ, এ সময় তাকে পাথরের নিচে পুঁতে রাখার হুমকিও দেওয়া হয়। পরে তিনি উপজেলা প্রকৌশলীকে লিখিত অভিযোগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
মন্তব্য করুন