পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন (মঞ্জু) এবং তার জামাতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু।

সোমবার (১০ জুলাই) ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ফাইজুর রশিদ খসরু বলেন, ৮ জুলাই স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন ও ৯ জুলাই সংসদ সদস্য মজিবুর রহমান বাইসাইকেল মার্কার (জেপির প্রতীক) পক্ষে মিছিল ও মোটর শোভাযাত্রা করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দুজন সংসদ সদস্য মহড়া করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৯ জুলাই) দুপুরে মজিবুর রহমান ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় নৌকা মার্কার স্লোগান দেওয়ায় ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান সিকদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার, পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুনকে পিস্তল উঁচিয়ে হুমকি দেন তিনি (মজিবুর)। তাদের অকথ্য ভাষায় গালাগালও করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ আইনে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারে বা নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সংসদ সদস্য রয়েছেন। এ ছাড়া বিধিমালা অনুযায়ী, কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যানবাহন নিয়ে মিছিল বা মশাল মিছিল করা যাবে না কিংবা কোনো ধরনের মহড়া দেওয়া যাবে না।

ফাইজুর রশিদ আরও অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল ও সহিংস করতে জেপি প্রার্থী মো. মাহিবুল হোসেন বিভিন্নভাবে পাঁয়তারা করছেন। এমনকি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছেন।

এ অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের জানান, তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। তিনি একটা দলের প্রধান, তার প্রার্থী রয়েছে। এরপরও তিনি আইনের বাইরে কিছু করেননি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১০

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

১১

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

১২

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

১৩

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

১৪

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

১৫

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১৬

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৭

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১৮

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৯

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

২০
X