পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন (মঞ্জু) এবং তার জামাতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু।

সোমবার (১০ জুলাই) ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ফাইজুর রশিদ খসরু বলেন, ৮ জুলাই স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন ও ৯ জুলাই সংসদ সদস্য মজিবুর রহমান বাইসাইকেল মার্কার (জেপির প্রতীক) পক্ষে মিছিল ও মোটর শোভাযাত্রা করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দুজন সংসদ সদস্য মহড়া করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৯ জুলাই) দুপুরে মজিবুর রহমান ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় নৌকা মার্কার স্লোগান দেওয়ায় ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান সিকদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার, পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুনকে পিস্তল উঁচিয়ে হুমকি দেন তিনি (মজিবুর)। তাদের অকথ্য ভাষায় গালাগালও করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ আইনে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারে বা নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সংসদ সদস্য রয়েছেন। এ ছাড়া বিধিমালা অনুযায়ী, কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যানবাহন নিয়ে মিছিল বা মশাল মিছিল করা যাবে না কিংবা কোনো ধরনের মহড়া দেওয়া যাবে না।

ফাইজুর রশিদ আরও অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল ও সহিংস করতে জেপি প্রার্থী মো. মাহিবুল হোসেন বিভিন্নভাবে পাঁয়তারা করছেন। এমনকি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছেন।

এ অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের জানান, তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। তিনি একটা দলের প্রধান, তার প্রার্থী রয়েছে। এরপরও তিনি আইনের বাইরে কিছু করেননি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১০

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১১

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১২

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৩

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৪

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৫

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৬

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৭

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৮

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৯

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

২০
X