শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে বাংলাদেশে ইন্দোনেশীয় তরুণী, জাঁকজমকপূর্ণ বিয়ে

বাংলাদেশি তরুণ শামিম মাদবরের সঙ্গে ইন্দোনেশীয় তরুণী ইফার জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
বাংলাদেশি তরুণ শামিম মাদবরের সঙ্গে ইন্দোনেশীয় তরুণী ইফার জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

ইন্দোনেশীয় তরুণী ইফা। কাজের সুবাদে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের সঙ্গে। সেখানেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। অতঃপর মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের শামীম মাদবরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইন্দোনেশীয় তরুণী ইফা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সিঙ্গাপুর থেকে গত ৩০ জানুয়ারি বাড়ি আসেন শামীম। বাড়িতে এসে বিদেশি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে খুলে বলেন। ভিনদেশি তরুণীকে বিয়ে করার ইচ্ছা পরিবারের কাছে জানান। অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ওই ইন্দোনেশীয় তরুণী ইফা। শামীমের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। অবশেষে শুক্রবার তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়।

সালমা আক্তার নামে শামীমের এক নিকট আত্মীয় বলেন, ইফা ইন্দোনেশীয় হলেও কাজের জন্য সিঙ্গাপুরে থাকেন। তবে ওর পরিবার ইন্দোনেশিয়ায় থাকেন। আমাদের শামীম সিঙ্গাপুর থাকেন প্রায় ৫ বছর ধরে। ওখানে থাকা অবস্থাতেই ইফার সঙ্গে শামীমের পরিচয়। বাড়িতে ছেলের পরিবার প্রথমে বিয়েতে মত না দিলেও পরে সবাই রাজি হয়। মেয়ের পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি। তারাও রাজি। পরে গত ১৭ তারিখে ইফা বাংলাদেশে আসে। আজ তাদের বিয়ে হয়।

প্রতিবেশীরা বলেন, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। মেয়েকে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছে।

শামীমের বাবা লাল মিয়া মাদবর বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শামীম আসার কিছুদিন পর বিদেশি মেয়েও বাড়িতে আসে। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি। এক সাথে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত। এখন ওরা ভালো থাকুক এই দোয়া করি।

বর শামিম মাদবর বলেন, আমি সিঙ্গাপুর থাকি পাঁচ বছর ধরে। তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয়। তার সঙ্গে আমার মিল হয়েছে। তিনি খুব খেয়াল রাখেন আমার। তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। প্রথম দিকে ইফার পরিবার রাজি ছিল না। এখন উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো।

ইন্দোনেশীয় তরুণী ইফা কালবেলাকে বলেন, আমাদের পরিচয় হয় সামাজিক মাধ্যম থেকে। দুজন কথা বলতাম মাঝেমধ্যে। এভাবে একমাস দুইমাস কথা বলার পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। আমরা দুজনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছি। আমি ২৯ দিনের ভিসা নিয়ে এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ খুবই ভালো। সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি মার্চেই ফিরে যাব। আবার ছুটি নিয়ে আসব বাংলাদেশে বেড়াতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১০

রামপুরায় বাসে আগুন

১১

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৩

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৪

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৫

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৬

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৭

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৮

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৯

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

২০
X