শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে বাংলাদেশে ইন্দোনেশীয় তরুণী, জাঁকজমকপূর্ণ বিয়ে

বাংলাদেশি তরুণ শামিম মাদবরের সঙ্গে ইন্দোনেশীয় তরুণী ইফার জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
বাংলাদেশি তরুণ শামিম মাদবরের সঙ্গে ইন্দোনেশীয় তরুণী ইফার জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

ইন্দোনেশীয় তরুণী ইফা। কাজের সুবাদে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের সঙ্গে। সেখানেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। অতঃপর মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের শামীম মাদবরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইন্দোনেশীয় তরুণী ইফা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সিঙ্গাপুর থেকে গত ৩০ জানুয়ারি বাড়ি আসেন শামীম। বাড়িতে এসে বিদেশি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে খুলে বলেন। ভিনদেশি তরুণীকে বিয়ে করার ইচ্ছা পরিবারের কাছে জানান। অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ওই ইন্দোনেশীয় তরুণী ইফা। শামীমের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। অবশেষে শুক্রবার তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়।

সালমা আক্তার নামে শামীমের এক নিকট আত্মীয় বলেন, ইফা ইন্দোনেশীয় হলেও কাজের জন্য সিঙ্গাপুরে থাকেন। তবে ওর পরিবার ইন্দোনেশিয়ায় থাকেন। আমাদের শামীম সিঙ্গাপুর থাকেন প্রায় ৫ বছর ধরে। ওখানে থাকা অবস্থাতেই ইফার সঙ্গে শামীমের পরিচয়। বাড়িতে ছেলের পরিবার প্রথমে বিয়েতে মত না দিলেও পরে সবাই রাজি হয়। মেয়ের পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি। তারাও রাজি। পরে গত ১৭ তারিখে ইফা বাংলাদেশে আসে। আজ তাদের বিয়ে হয়।

প্রতিবেশীরা বলেন, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। মেয়েকে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছে।

শামীমের বাবা লাল মিয়া মাদবর বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শামীম আসার কিছুদিন পর বিদেশি মেয়েও বাড়িতে আসে। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি। এক সাথে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত। এখন ওরা ভালো থাকুক এই দোয়া করি।

বর শামিম মাদবর বলেন, আমি সিঙ্গাপুর থাকি পাঁচ বছর ধরে। তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয়। তার সঙ্গে আমার মিল হয়েছে। তিনি খুব খেয়াল রাখেন আমার। তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। প্রথম দিকে ইফার পরিবার রাজি ছিল না। এখন উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো।

ইন্দোনেশীয় তরুণী ইফা কালবেলাকে বলেন, আমাদের পরিচয় হয় সামাজিক মাধ্যম থেকে। দুজন কথা বলতাম মাঝেমধ্যে। এভাবে একমাস দুইমাস কথা বলার পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। আমরা দুজনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছি। আমি ২৯ দিনের ভিসা নিয়ে এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ খুবই ভালো। সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি মার্চেই ফিরে যাব। আবার ছুটি নিয়ে আসব বাংলাদেশে বেড়াতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

বর্ষার সাথে মাহির ও জোবায়েদের প্রেম ছিল : জবানবন্দিতে বর্ষার মামা

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, মামলা হলেও অধরা ধর্ষক

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

১০

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক কমলালেবু

১১

প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি

১২

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা শাকিলের ব্যতিক্রমী উদ্যোগ

১৩

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

১৪

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

১৫

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

১৬

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

১৭

অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

১৮

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে ওইপির যাত্রা শুরু

১৯

মুশফিককে নিয়ে বিসিবির আয়োজন দেখে বিভ্রান্তিতে মুমিনুল

২০
X