ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ
বেইলি রোডে আগুন

আর কখনো মা বলে ডাকবে না তুষার

বেইলি রোডের আগুনে নিহত তুষার। ছবি : সংগৃহীত
বেইলি রোডের আগুনে নিহত তুষার। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম তুষার হালদার। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ এক শিক্ষার্থী।

তার বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালগাছিয়া গ্রামে।

নিহত এ তুষারের বাবা দীনেশ হাওলাদার শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে সন্তানের লাশ গ্রহণ করেন। তিনি দীনেশ হাওলাদারের একমাত্র পুত্র ছিলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলামোটরের অফিস থেকে বের হয়ে বেইলি রোডে খাবার খেতে গিয়েছিলেন তুষার। আগুন লাগার কিছু আগমুহূর্তে বন্ধুদের সঙ্গে ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন তিনি।

তুষার হাওলাদার রাজধানীর খিলগাঁও এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। গতকাল রাত ১১টা থেকে খোঁজ মিলছিল না তার। আজ সকালে ঢাকা মেডিকেলের মর্গে লাশ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।

তুষারের সহপাঠীরা জানান, বাবা-মাকে কনভোকেশনে নেবার জন্য টাকাও জমা দিয়েছিল সে। সদ্য স্নাতক সম্পন্ন করা তুষার সমাবর্তনের অপেক্ষায় ছিল। কখনো বাবা-মাকে ক্যাম্পাসে নিয়ে আসেনি। বাবা-মাকে ক্যাম্পাসে নিয়ে আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল তুষার। কীভাবে ছবি তুলবে, ভিডিও করবে এ নিয়েও পরিকল্পনা করে সে। কনভোকেশনের দিন ছুটি নেবে বলেও জানায় বন্ধুদের। কিন্তু মুহূর্তেই সব কিছু শেষ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়েছেন তুষার। লেখাপড়ার পাশাপাশি দীর্ঘ সময় কাজ করেছেন পাক্ষিক অনন্যায়। পরে দ্য রিপোর্ট ডট লাইভেও কাজ করেন।

গত মাসে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি নেন বলে জানা যায়। স্টারটেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

তুষারের মা এখনো জানেন না তার ছেলের মৃত্যুর খবর। অসুস্থতার কারণে তাকে জানানো হয়নি যে, আর কখনো মা বলে ডাকবে না তুষার।

নিহত তুষারের চাচা সুমন হাওলাদার বলেন, তুষারের মা-বোন কেউ তার মৃত্যুর খবর জানে না। তুষারের মা অসুস্থ তাই তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে লাশ গ্রহণের সময় তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি ছেলের মৃত্যুর খবর পেয়েছেন। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১০

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১১

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১২

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৩

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৫

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৬

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৭

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৮

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৯

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

২০
X