সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনায় বোনের স্বামীকে কুপিয়ে খুন!

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় ইমরান হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্যালক মো. রাসেদুল ইসলাম (৩১) পলাতক রয়েছেন। শনিবার (২ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১ মার্চ) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে ইমরানকে কুপিয়ে আহত করে রাসেদুল ইসলাম। রাসেদুল ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। অপরদিকে ইমরান সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি সারটিয়া গ্রামের ফরিদুল ইসলামের মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে শ্যালক রাসেল বোনের স্বামী ইমরানকে মারধর করলে তিনি থানায় অভিযোগ দেন। এদিকে সম্প্রতি রাসেদুল ইসলামের সঙ্গে বনিবনা না হওয়ায় তার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা করেন তার স্ত্রী। ওই মামলায় ওয়ারেন্ট হলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রাসেদুল। রাসেদুল মনে করেন তার বোনের স্বামীর অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসেছে।

এরপর বাড়ি এসে তিনি বোনের স্বামী ইমরান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যান। আহত ইমরানকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খবরে স্বজনেরা রাসেদুলের বাড়িঘর ভাঙচুর করেছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার শ্যালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু আলোচনা / কোন পথে যাচ্ছে পরিস্থিতি?

বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

২৫ মে : আজকের নামাজের সময়সূচি

সম্মেলনে বক্তারা / শাপলা গণহত্যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল প্রেরণা

টেন্ডার অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঢাবিতে জুলাই চত্ত্বর

‘স্বার্থান্বেষী মহল সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুলেছ’

আশুলিয়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডাকসুর নির্বাচন কমিশনের দাবিতে শিবিরের আলটিমেটাম

ঢাবি সাদা দলের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আল-আমিন

১০

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ

১১

জ্বালানি খাতে দুর্নীতির তালিকা প্রকাশের আহ্বান অধ্যাপক আনু মুহাম্মদের

১২

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ওয়েবসাইটে সাইবার হামলা

১৩

চবিতে জাতীয় ছায়া আইনসভার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

১৪

শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে সাজিদ ও সাফায়েত চ্যাম্পিয়ন

১৫

জাল সনদে চাকরি / ২ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল

১৬

সেমিনারে বক্তারা / মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এক্লাম্পসিয়া

১৭

জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক

১৮

জুলাই আন্দোলনে হামলা / পরস্পরকে চাঁদাবাজ বললেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

১৯

যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের প্রথম পদক্ষেপে টিআইবির সাধুবাদ

২০
X