সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০২:১৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সমাবেশ

পথে পথে বাধা, যা বলছে পুলিশ

সাভারের আমিনবাজারে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
সাভারের আমিনবাজারে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এ সময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশের দাবি, নিরাপত্তাজনিত কারণেই তাদের এই বিশেষ তল্লাশি কার্যক্রম।

নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে নেতাকর্মীরা যোগ দিতে না পারে, সে জন্য গাবতলী-আমিনবাজারে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ কারণে সাভারের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সাধারণের চেয়ে অনেক কম দেখা গেছে।

সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা পরে পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

পায়ে হেটে গন্তব্যস্থলে রওনা দেয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজারে পুলিশ সদস্যরা ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন ও তাদের কাগজপত্র চেক করছে। এমনকি সেখান থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। এ কারণে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য যাত্রী এভাবে হেঁটেই নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।

তাদের দাবি, পুলিশের এই তল্লাশি যে কারণেই করা হোক, আমাদের মতো সাধারণ মানুষ এতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, সকাল থেকেই আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমিনবাজার থেকে বাস ঘুরিয়ে আবার সাভারে ফেরত এসেছি।

আমিনবাজারে এই বিশেষ তল্লাশি চেকপোস্টে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশীদ কালবেলাকে বলেন, আমাদের নিয়মিত তল্লাশি চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাজনিত কারণেই আজ চেকপোস্টের কার্যক্রম চলমান রয়েছে।

চেকপোস্ট থেকে দুজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সন্দেহজনক কারণেই তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী অভিযোগ করে বলেন, নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে যোগ দিতে না পারে, সে জন্য গাবতলী-আমিনবাজারে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছেন। একই অবস্থা কদমতলীতেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

কটাক্ষের শিকার দীপিকা

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

১৩

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

১৪

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

১৫

শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

১৬

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

১৭

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১৮

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৯

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

২০
X