সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০২:১৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সমাবেশ

পথে পথে বাধা, যা বলছে পুলিশ

সাভারের আমিনবাজারে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
সাভারের আমিনবাজারে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এ সময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশের দাবি, নিরাপত্তাজনিত কারণেই তাদের এই বিশেষ তল্লাশি কার্যক্রম।

নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে নেতাকর্মীরা যোগ দিতে না পারে, সে জন্য গাবতলী-আমিনবাজারে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ কারণে সাভারের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সাধারণের চেয়ে অনেক কম দেখা গেছে।

সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা পরে পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

পায়ে হেটে গন্তব্যস্থলে রওনা দেয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজারে পুলিশ সদস্যরা ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন ও তাদের কাগজপত্র চেক করছে। এমনকি সেখান থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। এ কারণে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য যাত্রী এভাবে হেঁটেই নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।

তাদের দাবি, পুলিশের এই তল্লাশি যে কারণেই করা হোক, আমাদের মতো সাধারণ মানুষ এতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, সকাল থেকেই আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমিনবাজার থেকে বাস ঘুরিয়ে আবার সাভারে ফেরত এসেছি।

আমিনবাজারে এই বিশেষ তল্লাশি চেকপোস্টে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশীদ কালবেলাকে বলেন, আমাদের নিয়মিত তল্লাশি চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাজনিত কারণেই আজ চেকপোস্টের কার্যক্রম চলমান রয়েছে।

চেকপোস্ট থেকে দুজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সন্দেহজনক কারণেই তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী অভিযোগ করে বলেন, নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে যোগ দিতে না পারে, সে জন্য গাবতলী-আমিনবাজারে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছেন। একই অবস্থা কদমতলীতেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব : সিইসি

যাতায়াত সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার

বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

সকালে সময় বাঁচাতে রোজ পাউরুটি খাচ্ছেন? চিকিৎসকদের স্পষ্ট সতর্কবার্তা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

১১

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

১২

‘বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি’

১৩

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

১৪

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৫

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

১৬

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

১৭

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

১৮

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন

১৯

নতুন ‘ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

২০
X