কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। ৬ মার্চ (বুধবার) সকালে উপজেলার ভোমরিয়াঘোনা ভালাইয়ার গুইট্টা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাঠুরিয়ার নাম ছৈয়দ আলম। তিনি ঈদগাঁও দরগাহ পাড়া ৭নং ওয়ার্ড এলাকার মৃত দানু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের স্ত্রী জানান, তার স্বামী পেশায় একজন কাঠুরিয়া। স্বামী-স্ত্রী দুজনেই বন থেকে লাকড়ি সংগ্রহ করে সংসার চালান। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে হঠাৎ বন্যহাতির আক্রমণের শিকার হন তার স্বামী। তিনি অন্য কাঠুরিয়াদের খবর দিলে তাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় আলমকে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন