বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ইউনিয়ন পরিষদ উপনির্বাচন

পটুয়াখালীতে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ভাঙচুর-আগুন

বাউফলে সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুর। ছবি : কালবেলা
বাউফলে সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুর। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি মোটরসাইকেলসহ চায়ের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার (৬ মার্চ) রাত ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মল্লিকডুবা বাজারে এ ঘটনা ঘটে। অপরদিকে রাত ৩টার দিকে আবদুল মালেক মিয়ার বাড়ির সামনে ৬টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অটোরিকশা প্রতীকের এনামুল হক অপু ও ঘোড়া প্রতীকের আবদুল মালেক মিয়ার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দায়ী করছেন।

অটোরিকশা প্রতীকের কর্মীরা জানান, তারা কয়েকজন মল্লিকডুবা বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ ঘোড়া প্রতীকের কর্মীরা মোটরসাইকেলে এসে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা একটি দোকানে ভাঙচুর করে এবং তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় তাদের দুজন কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন।

অন্যদিকে ঘোড়া প্রতীকের কর্মীরা জানান, প্রচারণা শেষে তিনটি মোটরসাইকেল যোগে তারা বাড়িতে ফিরছিলেন। মল্লিকডুবা বাজারে পৌঁছালেই অটোরিকশা প্রতীকের নেতাকর্মীরা তাদের হামলা করেন। এ সময় কোনো মতে নিজেদের আত্মরক্ষা করেন তারা। তাদের একজন দৌড়ে চায়ের দোকানে ঢুকলে, তাকে টেনেহিঁচড়ে বেড় করার সময় অটোরিকশার কর্মীরা দোকানে ভাঙচুর করে। অটোরিকশার কর্মীরা অপরাধ আড়াল করতে নিজেরা নিজেদের মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলায় তাদের তিনজন কর্মী আহত হয়েছে বলেও দাবি তাদের।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, এসিল্যান্ড ও ওসির নেতৃত্বে পুলিশের একটি দল। তারা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত আহত হওয়ার কোনো তথ্য পাইনি। দোকান ঘরে হামলা ভয়ভীতি দেখানো এবং খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনায় দুই পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, রাতের ঘটনা তাই প্রত্যক্ষদর্শী কেউ নেই। উভয়পক্ষ একে অপরকে দায়ী করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X