চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম সরফুদ্দিন ভুঁইয়া মামুন (৪৫) উপজেলার কাটাছরা ইউনিয়নের আবদুস সাত্তার ভূঁইয়া বাড়ির মরহুম ডা. সফিউল আলমের ছেলে। তিনি কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে পিকআপ বোঝাই মাছ নিয়ে বারইয়ারহাট আড়তে যাচ্ছিলেন মামুন। এ সময় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সে পিকআপ থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আমরা বিএনপির একজন নিবেদিতপ্রাণ হারালাম।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, শুক্রবার ভোরে মাছ বোঝাই পিকআপকে একটি বাস ধাক্কা দিলে একজন নিহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন