রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (শুন্য আসনে) জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৬হাজার ১২৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম রেজা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ২১৩ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। বিকাল চারটা পর শুরু হয় ভোট গণনা। এসময় কর্মী সমর্থকদের চরম উৎকন্ঠা নিয়ে কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে বিকাল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীকে ৬হাজার ১২৯, আলহাজ্ব রেজাউল ইসলাম (রেজা) ঘোড়া প্রতীকে ৪হাজার ২১৩, আলহাজ্ব মোফাজ্জল হোসেন মধু আনারস প্রতীকে ৩হাজার ৫২২, ফয়জার রহমান খাঁন চশমা প্রতীকে ১হাজার ৮৫৭, আফজাল হোসেন ঢোল প্রতীকে ১হাজার ৪২ এবং আব্দুস ছামাদ রজনীগন্ধা প্রতীকে ১৫ ভোট পেয়েছেন।
পরে সন্ধ্যার পর উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মো. ফারুক হোসেনকে ১হাজার ৯১৬ ভোটে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করে।
উল্লেখ্য গত ৫ নভেম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমানকে মাছ কাটা বটি দিয়ে কুপিয়ে হত্যা করে স্থানীয় দুষ্কৃতকারী হারুন।
মন্তব্য করুন