শ্বশুরবাড়ি বেড়াতে এসে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে সাগর আহম্মেদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ যুবক সাগর কলাপাড়া উপজেলার চেকারিয়া গ্রামের ওবায়দুল মৃধার ছেলে।
তিনি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইড়কান্দি গ্রামের জুয়েল বারির জামাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে টরকীর চর সংলগ্ন পালরদী নদীতে ছোট শ্যালিকাকে (৯) নিয়ে গোসলে নামেন সাগর। সাতার না জানায় নদীতে ডুবে যান তিনি।
গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মনসুর হেলাল জানান, ঘটনার পর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নদীতে জোয়ার থাকায় এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন