দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুরে নাশকতার মামলায়ও জামিন পেয়েছেন।
রোববার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা কারাগার থেকে বের হন তিনি। মুক্ত হওয়ার পর কারাগার চত্বর থেকে বেরিয়ে তিনি জেলা বিএনপির কার্যালয় আসেন এবং নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে গত সোমবার (৪ মার্চ) ঢাকার একটি মামলায় জামিন পান তিনি। বুধবার (৬ মার্চ) দিনাজপুর জেলা ও দায়রা জজ মো. জাবিদ হোসেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে জামিন প্রদান করেন।
২০২৩ সালের ২৯ অক্টোবর সকালে দলীয় কর্মসূচি পালন শেষে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় যানবাহন ভাঙচুর ও অবরোধের অভিযোগে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া একই বছরের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় দায়ের করা মামলায় অ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে সন্দেহভাজন আসামি করা হয়।
মন্তব্য করুন