কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও তার স্ত্রী সাম্মিয়ারা পারভীনের (৪২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সোমবার (১২ মার্চ) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ায় সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।
আতাউর রহমান কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী সাম্মিয়ারা কুষ্টিয়া ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম সড়কের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, সাম্মিয়ারা পারভীন তার স্বামী আতাউর রহমানের সহায়তায় ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪-এর ২৬/(২) ও ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এজাহারে জানা যায়, সদরের ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাম্মিয়ারা পারভীন সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখেছেন এ দম্পতি। এ কারণে তাদের দুজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। এ বিষয়ে জানতে আতাউর রহমান আতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
২০২২ সালে মার্চে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী সাম্মিয়ারা পারভীনের শতকোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে নেমে আতাউর রহমান আতার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের হদিস পান দুদকের তদন্ত কমিটি।
মন্তব্য করুন