রাজধানীর ডেমরা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।
বুধবার (১৩ মার্চ) রাতে ডেমরার শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পশ্চিম পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বুধবার রাতেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই ঘটনাস্থলে এসে মৃতের আঙ্গুলের ছাপ ও ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আপাতত লাশের পরিচয় মিলছে না বলে এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।
মন্তব্য করুন