সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টাকা দিয়ে মহাসড়কের ডিভাইডার পার, ভিডিও ভাইরাল

৫ টাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজন বা ডিভাইডার পার। ছবি : কালবেলা
৫ টাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজন বা ডিভাইডার পার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজন বা ডিভাইডার পার হতে ব্যবহার হচ্ছে মই। বিনিময়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫ টাকা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে গত কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

বোরবার (১৭ মার্চ) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা করে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর পর থেকেই টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

খোঁজ নিয়ে জানা গেছে, শিমরাইল মোড়ে যানজট নিরশনে দূরপাল্লার যানবাহনগুলো নির্দিষ্ট স্থান ছাড়া যেন থামতে না পারে, সেজন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উদ্যোগ নেয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশ থেকে মাদানীনগর ফুটওভার ব্রিজ পর্যন্ত সড়কে ৫ ফুট উঁচু তিনটি সড়ক বিভাজন দিয়ে দেওয়া হয়।

সড়কের এটুকু অংশে কোথাও কোনো ফাঁকা রাখা হয়নি। ডিভাইডার দেওয়াতে দুটি লেনে দূরপাল্লার যানবাহন আর আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য দুটি লেন রাখা হয়। আগে দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যেতে যাত্রীদের জন্য সওজ কার্যালয় ও প্রিয়ম টাওয়ারের সামনে সড়ক বিভাজনে ফাঁকা রাখা ছিল। গত দুই মাস আগে ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরপাল্লার যাত্রীরা বাস থেকে নেমে এত উঁচু সড়ক বিভাজন পার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসচালকরা সময় বাঁচাতে সড়কের মাঝখানে বিভাজনের ভিতরে যাত্রীদের নামিয়ে দেওয়ায় গত দুই মাস ধরেই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন যাত্রীরা। এ সুযোগ কাজে লাগিয়ে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক বিভাজকের দুই পাশে মই দিয়ে টাকা নিয়ে যাত্রীদের পার করছেন।

এদিকে মই দিয়ে সড়ক পারাপারের ভিডিও ভাইরাল হওয়ার পর টনক নড়ে হাইওয়ে পুলিশের। অসাধু শ্রমিকদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে মই নিয়ে চলে যায় তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কারা মই লাগিয়ে যাত্রী পার করে টাকা নিচ্ছে আমরা তা খতিয়ে দেখছি । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, পূর্বেও সড়ক বিভাজনে মই লাগিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। আমরা জানতে পেরে আনসার দিয়ে মই জব্দ করি। এ নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। কেউ যেন মই লাগিয়ে এভাবে লোকজনকে পার করতে না পারে এজন্য পুলিশ ও আমাদের লোকজন সতর্ক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপ্লায়েন্স বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

১০

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

১১

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

১২

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

১৩

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

১৪

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

১৫

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১৬

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১৭

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৯

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

২০
X