সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টাকা দিয়ে মহাসড়কের ডিভাইডার পার, ভিডিও ভাইরাল

৫ টাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজন বা ডিভাইডার পার। ছবি : কালবেলা
৫ টাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজন বা ডিভাইডার পার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজন বা ডিভাইডার পার হতে ব্যবহার হচ্ছে মই। বিনিময়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫ টাকা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে গত কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

বোরবার (১৭ মার্চ) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা করে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর পর থেকেই টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

খোঁজ নিয়ে জানা গেছে, শিমরাইল মোড়ে যানজট নিরশনে দূরপাল্লার যানবাহনগুলো নির্দিষ্ট স্থান ছাড়া যেন থামতে না পারে, সেজন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উদ্যোগ নেয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশ থেকে মাদানীনগর ফুটওভার ব্রিজ পর্যন্ত সড়কে ৫ ফুট উঁচু তিনটি সড়ক বিভাজন দিয়ে দেওয়া হয়।

সড়কের এটুকু অংশে কোথাও কোনো ফাঁকা রাখা হয়নি। ডিভাইডার দেওয়াতে দুটি লেনে দূরপাল্লার যানবাহন আর আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য দুটি লেন রাখা হয়। আগে দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যেতে যাত্রীদের জন্য সওজ কার্যালয় ও প্রিয়ম টাওয়ারের সামনে সড়ক বিভাজনে ফাঁকা রাখা ছিল। গত দুই মাস আগে ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরপাল্লার যাত্রীরা বাস থেকে নেমে এত উঁচু সড়ক বিভাজন পার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসচালকরা সময় বাঁচাতে সড়কের মাঝখানে বিভাজনের ভিতরে যাত্রীদের নামিয়ে দেওয়ায় গত দুই মাস ধরেই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন যাত্রীরা। এ সুযোগ কাজে লাগিয়ে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক বিভাজকের দুই পাশে মই দিয়ে টাকা নিয়ে যাত্রীদের পার করছেন।

এদিকে মই দিয়ে সড়ক পারাপারের ভিডিও ভাইরাল হওয়ার পর টনক নড়ে হাইওয়ে পুলিশের। অসাধু শ্রমিকদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে মই নিয়ে চলে যায় তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কারা মই লাগিয়ে যাত্রী পার করে টাকা নিচ্ছে আমরা তা খতিয়ে দেখছি । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, পূর্বেও সড়ক বিভাজনে মই লাগিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। আমরা জানতে পেরে আনসার দিয়ে মই জব্দ করি। এ নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। কেউ যেন মই লাগিয়ে এভাবে লোকজনকে পার করতে না পারে এজন্য পুলিশ ও আমাদের লোকজন সতর্ক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’, আদালতে রিয়াদ

কুয়েট শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

ভোটকেন্দ্রে সেনাবাহিনী রাখা নিয়ে উমামার উদ্বেগ

বিনামূল্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা নিয়ে ‘বড় সুখবর’ দিল নভোএয়ার 

১০

আমির হোসেন আমুর সহকারী আজাদ গ্রেপ্তার

১১

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব : মমতা

১২

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

১৩

আমাদের সময় বেশি দিন নাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৫

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলেকে অপহরণ

১৬

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী অবিলম্বে পাসের দাবি

১৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

১৮

পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু

১৯

হাসিনা গেল, কিন্তু হাসিনার পুলিশ গেল না : ফাইয়াজ

২০
X