বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ

উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছে উত্তর কোরিয় নেতা কিমের স্বপ্নের বিশাল যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন একটি নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট কিম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার পূর্বাঞ্চলের চংজিন বন্দরে ৫ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ‘গুরুতর একটি দুর্ঘটনা’ ঘটে। এ সময় উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নিচের অংশের কিছু অংশ ভেঙে পড়ে, যার ফলে পুরো যুদ্ধজাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিম এই ঘটনাকে ‘সম্পূর্ণভাবে অসাবধানতার ফল’ এবং ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি সরাসরি জাহাজের কমান্ডিং ইউনিটের অনভিজ্ঞতা এবং অপারেশনাল ত্রুটিকেই দায়ী করেছেন। কিম জানিয়েছেন, এই ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’-এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি আগামী পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় নির্ধারণ করা হবে।

এ ঘটনার ফলে কোনও হতাহত বা আহত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে কিমের ক্ষদ্ধ প্রতিক্রিয়া সেখানে তুলে ধরা হয়েছে। কিম বলেছেন, এমন ঘটনা এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা এবং গর্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রসঙ্গত, গত মাসেই উত্তর কোরিয়া আরেকটি ৫,০০০ টনের ডেস্ট্রয়ার ‘চো হিওন’-এর উদ্বোধন করেছিল। সে সময় কিম জং উন তার মেয়ে কিম জু এই-এর সঙ্গে প্রকাশ্যে হাজির হয়েছিলেন, যাকে অনেকেই তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন।

উত্তর কোরিয়া দাবি করেছে, নতুন যুদ্ধজাহাজটি দেশের ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরু থেকে কার্যক্রম শুরু করবে। কিন্তু একই ধরণের আরেকটি যুদ্ধজাহাজে উদ্বোধনের দিনেই এমন বিপর্যয় দেশটির নৌ প্রস্তুতি নিয়ে তুলেছে প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

তিন হলের ফল ঘোষণা, শিবির প্যানেল এগিয়ে 

ডাকসু নির্বাচন : নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত

সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ এস এম ফরহাদের

শাহবাগে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থকরা

ডাকসুর ফলাফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ডাকসুর ফল ঘোষণা কীভাবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

১০

ডাকসু : উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের সঙ্গে কথা বলেছে সরকার

১১

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

১২

তিন হলের ভোট গণনা শেষ

১৩

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

১৪

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

১৫

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

১৬

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

১৭

ডাকসুর ফলাফল কখন ঘোষণা হবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১৮

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

১৯

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

২০
X