কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নারী-শিশুকে যৌন হয়রানিতে পুরুষের শাস্তি হবে দ্বিগুণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাইবার স্পেসে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানিতে পুরুষের বিরুদ্ধে অপরাধের দ্বিগুণ শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এই অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আগের আইনের বেশ কিছু ধারার মামলা, দণ্ড ও জরিমানা বাতিল করা হয়েছে।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর সই করা এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন করে।

অধ্যাদেশের ২৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে ব্ল্যাকমেলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, সেক্সটর্শন বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন করলে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হবেন। তবে এসব অপরাধ নারী বা অনূর্ধ্ব-১৮ বছরের কোনো শিশুর বিরুদ্ধে সংগঠিত করলে অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হবেন।

সাইবার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর তানভীর হাসান জোহা কালবেলাকে বলেন, বর্তমানে পুরুষের বিরুদ্ধে সাইবার হয়রানি আগের তুলনায় বাড়ছে। সে ক্ষেত্রে আইনে কম পরিমাণ হলেও শাস্তির বিধান একটা ইতিবাচক দিন। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী এটি পরিবর্তন, পরিমার্জন করা যাবে।

নতুন এই অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ বাদ পড়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, উল্লিখিত ধারাগুলোয় নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা ও তদন্ত বাতিল হবে এবং কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। এ ছাড়া এসব ধারায় আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল হবে।

বাদ পড়া ধারাগুলোয় ছিল—মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকর বিরুদ্ধে প্রচারণার দণ্ড; পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ; আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ; অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি।

এ অধ্যাদেশে সাইবার সুরক্ষা বিষয়ে মোট ৯টি অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রথম অধ্যায়ে তার শিরোনাম, সংজ্ঞা ও এ-সংক্রান্ত বিস্তারিত উল্লেখ রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি’ এবং চতুর্থ অধ্যায়ে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠনের বিস্তারিত বলা হয়। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণে এই কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে।

অধ্যাদেশের পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ষষ্ঠ অধ্যায়ে সাইবার বিষয়ক ‘অপরাধ ও দণ্ড’ নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সপ্তম অধ্যায়ে সাইবার ‘অপরাধের তদন্ত ও বিচার’ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই অধ্যাদেশের অষ্টম অধ্যায়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে বিশদ উল্লেখ রয়েছে।

সর্বশেষ নবম অধ্যায়ে বিবিধ-এ বলা হয়েছে, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় সংখ্যক বিধি প্রণয়ন করতে পারবে।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনের কিছু বিতর্কিত ধারা এবং সেগুলোর অপব্যবহার নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ফলে আইনটি বাতিলের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার সেই দাবি আমলে নিয়ে আইনটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর ধারাবাহিকতায় গত বছরের ১ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তাদের ওয়েবসাইটে একটি নতুন অধ্যাদেশের খসড়া প্রকাশ করে এবং ৪ ডিসেম্বরের মধ্যে জনমত আহ্বান করা হয়। পরে এই খসড়ার কিছু ধারা নিয়ে সমালোচনা হলে সরকার পরে আরও কিছু সংশোধনী আনে।

সবশেষ গত ৬ মে উপদেষ্টা পরিষদ সংশোধিত খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেয়। ওই দিন এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে পুরো প্রক্রিয়ায় খসড়াটি ২৫ বার পরিবর্তন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব আহমদ কালবেলাকে বলেন, বাংলাদেশের সাইবার স্পেসে নারী ও শিশুরা বেশি যৌন হয়রানি ও সেক্সটর্শনের শিকার। সে কথা মাথায় রেখেই নারীদের এখানে বেশি সুরক্ষা দেওয়া হয়েছে। সুতরাং এখানে নারী পুরুষ তুলনাটা অপ্রাসঙ্গিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক ফারহানুল

ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৫৭৮ জনের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী

ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : খেলাফত মজলিস

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি

সহোদরের হাতে বড় ভাই খুন

পানি দেবেন না মোদি, কী করবে পাকিস্তান?

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামে জলজট, ভোগান্তিতে নগরবাসী

এক ঘণ্টার চার্জে দুই দিন চলে যে স্মার্টফোন

১০

শাপলা চত্বরের শহীদদের চেতনা ছড়িয়ে দিতে হবে: মামুনুল হক

১১

মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত হয়নি : উপপ্রেস সচিব আজাদ

১২

কোরবানি বন্ধের নির্দেশ দেওয়া ডেপুটি হাইকমিশনারকে ঢাকায় বদলি

১৩

পরাজিত শক্তির দোসররা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে : মির্জা ফখরুল

১৪

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জয়া আহসান

১৫

ঈদের আগেই ডাকসুর তপশিল চান ঢাবি শিক্ষার্থীরা

১৬

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান

১৭

সরকারি কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিতে ভূমিকা রাখবে ডিজিটাল সিগনেচার : ফয়েজ তৈয়্যব

১৮

সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের

১৯

ট্রাম্পের মারাত্মক উসকানি যেভাবে মোকাবিলা করলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট

২০
X