মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে বিএনপির সম্মেলন ঘিরে দফায় দফায় সংঘর্ষ 

মেহেরপুরের আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। ছবি : কালবেলা
মেহেরপুরের আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের গাড়ি ভাঙচুরসহ তার পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মে) সকাল থেকে একাধিকবার সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষ। লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ মুখোমুখি হয়। আহতদের মধ্যে কয়েকজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বিএনপি নেতা মনোয়ারুল হোসেন চঞ্চল, আজিমুল বারি লাভলু, কাজী মিজান মেনন অন্যতম বলে খবর পাওয়া গেছে।

আহতরা বলছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সম্মেলন বানচালের উদ্দেশ্যেই হামলা হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব কামরুল হাসানের লোকজনদের অভিযোগ, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং তার ভাই সফিকুল ইসলামসহ তাদের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে। তারা সম্মেলনস্থলে নেতাকর্মীদের আসতে বাধা প্রদান করছেন। প্রতিরোধ করতে গিয়েই হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আহতরা।

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া সম্মেলনস্থলেও তাকে আর দেখা যায়নি।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউনিয়ন বিএনপির সম্মেলন চলছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্যসচিব অ্যাডভোকেট কারুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মাহমুদ, আলমগীর খাঁন ছাতু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, কাজি মিজান মেনন, ওমর ফারুক লিটন, এমএকে খায়রুল বাশারসহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা বলছেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের দ্বন্দ্বই এ সহিংসতার মূল কারণ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সংঘর্ষের পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

খুঁটিতে বেঁধে নির্যাতন, আ.লীগ নেতার মৃত্যু

কাপ্তাই হ্রদে পানির অভাব, বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয়

ছাগলের দৌড় দেখতে হাজারো মানুষের ভিড় 

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

সৌদিতে ফ্ল্যাটে মিলল দুই ভাইয়ের মরদেহ, পরিবারে শোকের ছায়া

পাল্টাপাল্টি আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দাবিতে প্রচার, যা জানা গেছে

দেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের প্রেসক্রিপশনে পরিকল্পনা চলছে : জুলাই ঐক্য

১০

ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে অনশন, হাসপাতালে দুই

১১

সান্ডা থেকে গাধা : মানুষের তামাশায় প্রাণীরাও আজ নিরাপদ নয়!

১২

সরকারকে নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে : সাইফুল হক

১৩

রিকশাচালকের ছেলের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৪

চবিতে পর্দা উঠল জাতীয় ছায়া আইনসভার

১৫

মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবি নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল

১৬

১৫ বছরে দেশের সব স্তর ভেঙে ফেলা হয়েছিল : নজরুল ইসলাম

১৭

সব দল ও পক্ষের ঐক্য ধরে রাখতে হবে: খেলাফত মজলিস

১৮

শনিবার খোলা থাকবে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান

১৯

ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্বারোপ হিন্দু নেতাদের

২০
X