শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘১৬ বছর আ.লীগ পিটাইছি, তোরও একই হাল করব’

হাসপাতাল পরিচালককের অফিস কক্ষের সামনে বিএনপির নেতাকর্মীরা। ইনসেটে হুমকি দেওয়া আসাদুজ্জামান আসাদ। ছবি : সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
হাসপাতাল পরিচালককের অফিস কক্ষের সামনে বিএনপির নেতাকর্মীরা। ইনসেটে হুমকি দেওয়া আসাদুজ্জামান আসাদ। ছবি : সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

টেন্ডার ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মোটরসাইকেল গ্যারেজ ইজারা দিতে কক্ষে ঢুকে পরিচালককে গালাগাল ও হুমকির অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এসময় পছন্দের ব্যক্তিকে ইজারা পাইয়ে দিতে হাসপাতালের পরিচালক ডা. মোহসীন আলী ফরাজীকে হুমকি দিয়ে নগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘১৬ বছর আওয়ামী লীগ পিটাইছি, আওয়ামী লীগের মতো করলে তোরও একই হাল করব।’

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী নিয়ে হাসপাতালের পরিচালককে এ হুমকি দেন আসাদুজ্জামান আসাদ।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের পরিচালক ডা. মোহসীন আলী ফরাজী নিজ কক্ষে অন্য চিকিৎসক কর্মকর্তাদের নিয়ে সভা করছিলেন। এ সময় সোনাডাঙ্গা থানা বিএনপির নেতা পরিচয় দিয়ে কয়েকজন পরিচালকের কক্ষে প্রবেশ করেন। তারা যুবদল নেতা ফারুককে হাসপাতালের মোটরসাইকেল গ্যারেজ বরাদ্দ দিতে বলেন। এ সময় হাসপাতালের পরিচালক বলেন, মাত্র দুমাস আগে টেন্ডার হয়ে গেছে, না হলে অবশ্যই বিবেচনা করতেন।

পাশে জোরে মোবাইলে কথা বলতে থাকা সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে উদ্দেশ করে পরিচালক বলেন, ‘একটু আস্তে কথা বলেন, না হলে কলটা কাটেন। আগে আমরা কথা শেষ করি।’ এতে উত্তেজিত হয়ে যান আসাদ। পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘১৬ বছর আওয়ামী লীগ পিটাইছি, আওয়ামী লীগের মতো করলে তোরও একই হাল করব।’ এ সময় পরিচালককে হাসপাতালের বাইরে বের হলে হামলার হুমকি দেন আসাদ ও তার অনুসারীরা। তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে ব্যাপক গালাগালও করা হয়।

জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। গ্যারেজটি ২০২২ সাল থেকে কোটেশন ইজারা নিয়ে পরিচালনা করে আসছেন নগরীর বয়রা এলাকার প্রতিষ্ঠান অন্তিকা এন্টারপ্রাইজ। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ সালের জন্য গ্যারেজটি পরিচালনা করতে ওই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়।

গত ৬ ফেব্রুয়ারি এক অফিস আদেশে বলা হয়, ২০২২ সালের গ্যারেজ ভাড়ার কোটেশন ও দরপত্র কমিটির সুপারিশের আলোকে ওই প্রতিষ্ঠানকে গ্যারেজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। দেড় লাখ টাকা সরকারি কোষাগারে জমাদানের নিমিত্তে ২০২৪-২৫ সেশনের বাকি সময়ের জন্য পুনঃকার্যাদেশ দেওয়া হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহসীন আলী ফরাজী কালবেলাকে বলেন, আমি আমার কয়েকজন চিকিৎসক নিয়ে মিটিং করছিলাম। এ সময় সোনাডাঙ্গা থানা বিএনপির নেতা পরিচয় দিয়ে কয়েকজন আমার রুমে প্রবেশ করে মোটরসাইকেল গ্যারেজ ইজারা দেওয়ার বিষয়ে কথা বলেন। আমি তাদের বলেছি, কয়েক মাস আগে টেন্ডার হয়ে গেছে, তখন এলে হেল্প করতে পারতাম। আবার মেয়াদ শেষ না হলে হেল্প করা সম্ভব হবে না। এরপর একজন মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলছিলেন। তখন আমি তাকে বলেছিলাম, ‘আমরা মিটিং করছিলাম, কথা শেষ করে আমার সঙ্গে কথা বলেন। না হলে একটু পাশে গিয়ে কথা বলেন। আমি অন্যদের সঙ্গে কথা শেষ করি।’ এতেই আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন এবং বাইরে বের হলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় আমি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

অভিযোগের বিষয়ে সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ কালবেলাকে বলেন, ‘আমি হাসপাতালে গিয়েছিলাম ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির এক কর্মীকে দেখার জন্য। সেখান থেকে পরিচালকের রুমে যাই ওই রোগীর ভালো চিকিৎসার কথা বলতে; কিন্তু তার অ্যাটিচিউট আমার ভালো লাগে নাই। তাকে হুমকি দেওয়া বা কোনো ধরনের ঘটনা ওখানে ঘটেনি। মোটরসাইকেল গ্যারেজ বা অন্য কোনো টেন্ডার নিয়ে ওখানে কোনো ধরনের কথা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১০

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১১

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

১২

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

১৩

বর্তমান পরিস্থিতিতে মির্জা গালিবের ৫ পরামর্শ

১৪

পাকিস্তানকে বিশাল বাঁধ নির্মাণ করে দিচ্ছে চীন

১৫

অর্ধশতাধিক বাড়িঘর বিলীন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

‘কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে’

১৭

ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

১৮

চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক ফারহানুল

১৯

ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী

২০
X