মো. সিরাতুল মোস্তাকিম, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০১:১১ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের বাঁ হাতের জাদু কাটা পড়ল শরিফুলের সাফল্যে

ওয়ানডেতে দেশসেরা বোলার শরিফুল। ছবি : সংগৃহীত
ওয়ানডেতে দেশসেরা বোলার শরিফুল। ছবি : সংগৃহীত

আগুনে পুড়ে তাসকিন আহমেদ লিখেছিলেন ফিরে আসার গল্প। মাদিবার রাষ্ট্রে বেধরক পিটুনি খাওয়া ঢাকা এক্সপ্রেস পরবর্তীতে হয়েছিলেন সিরিজ সেরা। মলিন বাংলাদেশের পেস ইউনিটকে বাঁচিয়েও তুলেছিলেন তিনি। নিজে পারফর্ম করার পাশাপাশি, পারফর্ম করিয়ে নিয়েছেন মুস্তাফিজ-হাসান মাহমুদ-শরিফুলদের। এই জুটির শরিফুল এখন ওয়ানডেতে দেশসেরা বোলার।

পঞ্চগড়ের করতোয়ার তপ্ত বালুতে ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করতে দেখা যায় শরিফুলকে। কথায় আছে পরিশ্রমের ফল সফলতা কিংবা ব্যর্থতা যাই হোক না কেনো তার আলাদা এক প্রশান্তি আছে। সম্প্রতি আইসিসির হালনাগাদকৃত তথ্যে শরিফুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকেও। তিন বছরের ছোট্ট এই ক্যারিয়ারে সাকিবকে ছাড়িয়ে যাওয়া তো মহাকাব্যিক ইতিহাসও বটে।

ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা ত্রিশে থাকা একমাত্র বাংলাদেশি শরিফুল। বর্তমানে দখল করে আছেন ২৪ নম্বর পজিশন। সবশেষ ১০ ওয়ানডেতে নিয়েছেন ১৬ উইকেট। অধিকাংশ উইকেট তুলেছিলেন ইনিংসের একেবারেই শুরুতে অর্থাৎ নতুন বলে। শরিফুলের বাঁ হাতের ভেলকি ব্যাটারদের জন্য পরিণত হচ্ছে রাতের দুঃস্বপ্নে।

২০২০ সালে ‍যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শরিফুল। ফাইনালে ভারতীয় ব্যাটারদের আউটের পর ‘পকেটবন্দি’ করে রাখতে চাওয়া সেই সেলিব্রেশন এখনও চোখে লেগে আছে একাংশের। ঘরোয়া পর্যায়ের পরীক্ষায় লেটার মার্ক নিয়ে এসেছিলেন জাতীয় দলে। ২০২১ সালে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছিল তিন ফর‌ম্যাটেই। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ওভারপ্রতি পাঁচ রান খরচ করা শরিফুলের বর্তমান ইকোনমি পাঁচ দশমিক পাঁচ দুই।

মাঠের পারফরম্যান্সে শরিফুল এখন বিশ্বাসের নাম। এই বিশ্বাসে অধিনায়ক নতুন বলটা সবার প্রথম তুলে দেন তার হাতেই। হোক সেটা মারকাটারি টি-টোয়েন্টি, ওয়ানডে অথবা আভিজাত্যের টেস্ট ক্রিকেট। তার এমন সুখের সময় দেখে অবশ্য ভুলে যাওয়ার সুযোগ নেই কতটা খারাপ সময় তিনিও কাটিয়েছেন।

২০২২ সালের এশিয়া কাপে সুযোগ হয়নি স্কোয়াডে। অধিনায়ক সাকিবের ‘পারফরম্যান্সে শেষ কথা’ তত্ত্বে বাদ পড়তে হয়েছিল পঞ্চগড় এক্সপ্রেসকে। অবশ্য মিরপুর ঘুরে করতোয়ার তপ্ত বালু জন্ম দিয়েছিল নতুন এক শরিফুলকে। মাস দুয়েক পরে তাই তাকে ফেরাতে বাধ্য হয়েছিল ম্যানেজম্যান্ট। পরিস্থিতি এখন এতটাই অনুকূলে, প্রতি ম্যাচ শেষ শরিফুলের মুখে থেকে যায় মুচকি হাসিটা।

২০১৭ তে উত্থান হয়েছিল শরিফুলের। ২০১৭-১৮ মৌসুমে রাজশাহীর হয়ে অভিষেক হয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেটে। সেই মৌসুমেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে যাত্রা শুরু হয় লিস্ট এ ক্রিকেটে। পারফরম্যান্সে নজরে আসেন বিসিবির। ২০১৮ সালের ডিসেম্বরে শরীরে উঠে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের জার্সি।

শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্স দিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের এক নম্বর বোলার হয়ে গেছেন পঞ্চগড়ের শরীফুল। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত তার এলাকার মানুষ।

দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, শরিফুলের আগে পঞ্চগড় জেলা থেকে কেউ জাতীয় দলে খেলার সুযোগ পায়নি। তবে, শরিফুল জাতীয় দলে সুযোগ পাওয়ার পর একের পর এক সফলতা বয়ে আনছে দেশের জন্য। তার এই সফলতায় আমরা আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি 

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

২০২৬ বিশ্বকাপ নিয়ে জোকোভিচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

সাবেক এমপি জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজ  

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধের গুজব

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

৩৮ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

১০

পুলিশে বড় রদবদল

১১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ

১২

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

১৪

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

১৫

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

১৬

প্রতিদিন তুলসী পাতা ভেজানো পানি খেলে কী হয়? জানলে অবাক হবেন

১৭

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

১৮

১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম

১৯

ঋতু পরিবর্তনের সময় কিছু মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে? যা বলছে বিজ্ঞান

২০
X