শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের প্রকৌশলী বললেন ‘গেট লস্ট’

সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ডামুড্যা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী নাবিল আহমেদ। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ডামুড্যা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী নাবিল আহমেদ। ছবি : কালবেলা

‘আমার মন্ত্রী-সচিব আছে, এক্সইএন আমার গোনা লাগে না। বোঝোস নাই বেপারটা? তোরা কারা? তোদের পড়াশোনার যোগ্যতা কী? গেট লস্ট।’

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে শরীয়তপুর ডামুড্যা উপজেলা এলজিইডির প্রকৌশলী নাবিল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

উপজেলার একটি রাস্তার কার্পেটিংয়ের চলমান কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের গায়ে হাত দেন এবং ধাক্কা মারেন।

একটি সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার একটি পিচঢালা রাস্তার কার্পেটিংয়ের চলমান কাজে নিম্নমানের ও পুরোনো উপকরণ ব্যবহার করা হচ্ছে। এমন তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল দেখতে যান। ডামুড্যার খেজুরতলা নামক স্থানে গিয়ে দেখা যায়, সেখানে রাস্তার কার্পেটিংয়ের জন্য বালু, ডাস্ট ও পাথরের সঙ্গে মেশিনের মাধ্যমে বিটুমিন মেলানো হচ্ছে। এ মেশিনের পূর্বপাশে রাখা হয়েছে রাস্তা থেকে তুলে আনা পুরোনো কার্পেটিংয়ের পাথর। পশ্চিম পাশে রাখা হয়েছে পুরোনো সেতুর ভাঙা পাথর।

রাস্তার কার্পেটিংয়ের জন্য এ ধরনের পুরোনো উপকরণ এখানে কেন রাখা হয়েছে, এমন প্রশ্নে প্রকৌশলী নাবিল আহমেদ গণমাধ্যমকর্মীদের ওপর ক্ষেপে গিয়ে চড়াও হন। এ সময় তিনি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, তোরা ইঞ্জিনিয়ারিংয়ের কী বুঝোস, তোরা কারা? তোদের পড়াশোনার যোগ্যতা কী? গেট লস্ট।

এ সময় সোহাগ খান সুজন নামের এক সাংবাদিক বলেন, এভাবে কেন কথা বলছেন, আর আপনি গেট লস্ট বলার কে? এ কথা বলার পরে প্রকৌশলী নাবিল আহমেদ সাংবাদিক সোহাগ খাননের গায়ে হাত দেন এবং ধাক্কা মারেন।

এ সময় আরেক সাংবাদিক প্রকৌশলীকে বলেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন, আর তুই-তুকারি বা কেন করছেন? এ কথার জবাবে প্রকৌশলী নাবিল বলেন, কই হাত দিয়েছি বরং তুই আমার গায়ে হাত দিয়েছিস। আর তুই কে? তোর পরিচয় কী? তোরে গাইরালাইমনে (পুঁতে ফেলব)। এ কথা বলে তিনি ওই সাংবাদিকের গায়েও হাত তোলেন এবং ধাক্কা দেন। এ সময় ঠিকাদার মোহাম্মদ ইয়ামিন প্রকৌশলীকে বাধা দেন।

এ সময় প্রকৌশলী আরো বলেন, তোদের পরিচয় কী, আমার শ্বশুরবাড়ির আত্মীয় টিভি চ্যানেলের চিফ রিপোর্টার, প্রধানমন্ত্রীর দপ্তরেও আমার হাত আছে। এখনই তোর পরিচয় বল, তারে সব জানাইতাছি।

এলজিইডির জেলা এক্সইএন আমাদের পরিচয় জানেন - সাংবাদিকদের এ কথার জবাবে তিনি বলেন, আমার মন্ত্রী-সচিব আছে, জেলা এক্সইএন আমার গোনা লাগে না। তারে আমি গুনি না বোঝোসনাই বেপারটা।

পুরোনো উপকরণের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার রাজন বেপারী বলেন, পুরোনো যেসব উপকরণ রাখা হয়েছে, সেগুলো আমার না। অন্য ঠিকাদার রেখে গেছেন।

এ বিষয়টি ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু বলেন, বিষয়টি আসলেই দুঃখজনক। তিনি কেন এ ধরনের ব্যবহার করেছেন আমি জানি না। আমাকে সময় দিন। তাকে ডেকে জিজ্ঞেস করব- কেন তিনি এ ধরনের আচরণ করেছেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) এসএম রাফেউল ইসলাম বলেন, কারপেটিংয়ের পুরোনো মাল নতুন করে বিটুমিনে মেলানোর কোনো সুযোগ নেই। কার্পেটিংয়ের পুরোনো মাল রাস্তা থেকে ওঠানোর পর রোলার দিয়ে রাস্তাতে মিলিয়ে ফেলতে হবে। এটি পাশেও রাখা যাবে না।

তিনি বাজে ব্যবহার কেন করেছেন। এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো। আমি তাকেসহ আপনাদের একসঙ্গে ডাকবো। আর তিনি যদি দোষী হয়ে থাকেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

চাকরির নামে প্রতারণা, আমেরিকা প্রবাসী আটক 

শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

১০

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

১১

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

১২

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১৩

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১৪

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১৫

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৬

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৭

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৮

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৯

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২০
X