চাঁদপুরের মেঘনা নদীতে বালু পরিবহনকারী অবৈধ ৫ বাল্কহেডকে জব্দ করে আটক করেছে নৌ পুলিশ। একই দিন নদীতে জাটকা ধরতে নামার অপরাধে ১২ জেলেকেও আইনের আওতায় আনা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থান হতে আটকের এ তথ্য জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।
তথ্য মতে, বাল্কহেডের সাথে এগুলো পরিচালনাকারী সুকানি মো. কামাল (৩৬), মো. ইব্রাহিম (৪৫), আব্দুল করিম (৩০), মো. আব্দুর রহিম (৩৫), মো. হাসান (৪২) নামে ৫ জনকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট হতে প্রয়োজনীয় কাগজপত্র ত্রুটি বিচ্যুতির কারণে ৫টি বাল্কহেড ও ৫ জন সুকানিকেও গ্রেপ্তার করেছি। একই দিন আমরা গেলো ২৪ ঘণ্টায় মোট ১২ জন অসাধু জেলেকে নদীতে জাটকা ইলিশ ধরার অপরাধে গ্রেপ্তার করেছি।
তিনি আরও বলেন, আটক ১২ জন অসাধু জেলের মধ্যে ১০ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের এবং ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় কঠোর সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও আটক বাল্কহেডগুলোর ৫ জন সুকানির বিরুদ্ধে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) মোতাবেক মেরিন আদালতে আমরা প্রসিকিউশন দাখিল করেছি।
মন্তব্য করুন