রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাজি ও পটকাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (১ এপ্রিল) রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই আতশবাজি ও পটকা উদ্ধার করে।
তারা দীর্ঘদিন থেকেই নিষিদ্ধ এই আতশবাজি ও পটকার ব্যবসা করে আসছেন। ঈদ উপলক্ষে গড়ে তুলেছিলেন আরও বেশি মজুত।
আটকরা হলেন, মারুফ হোসেন (২৪) ও নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম তালুকদার ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন। এ সময় তারা জানতে পারেন রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাদের বাড়িতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাজি ও পটকা মজুত করে বিক্রি করে আসছেন।
এই তথ্যের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মারুফ ও তার ভাই নিয়ামত আলীকে আটক করে। এ সময় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাজি ও পটকা উদ্ধার হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে তারা আতশবাজি ও পটকাগুলো কিনেছেন। আর তারা দীর্ঘদিন ধরেই রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকেন বলেও জানিয়েছেন।
তাই জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে মহানগরীর রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন