কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ বিএডিসির কার্যালয়, ভোগান্তিতে কৃষক 

কাপাসিয়া উপজেলার বিএডিসি কার্যালয়ের গেইট তালাবদ্ধ। ছবি : কালবেলা
কাপাসিয়া উপজেলার বিএডিসি কার্যালয়ের গেইট তালাবদ্ধ। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয় থাকলেও ছয়মাস ধরে নেই কোনো কার্যক্রম। কৃষকরা চাহিদামতো ধানের বীজ কিনতে পারছেন না। বঞ্চিত হচ্ছেন অন্যান্য সেবা থেকেও। এ সমস্যার জন্য লোকবল সংকটের কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ে ঝুলছে তালা। এ ছাড়া তাদের সঙ্গে যোগাযোগের ফোন নম্বরসহ কোনো মাধ্যম সেবাপ্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়নি। এ নিয়ে কৃষকরা মধ্যে ক্ষোভ রয়েছে।

জানা গেছে, বিএডিসির সেবার পরিধি সারাদেশ জুড়ে। মাঠপর্যায়ে উপজেলা এমনকি আরও প্রত্যন্ত এলাকায়ও তাদের কার্যক্রম রয়েছে। সে অনুযায়ী কাপাসিয়া উপজেলা পর্যায়ে বিএডিসির কার্যালয় রয়েছে। তবে অভিযোগ রয়েছে, এখানে কর্মরত কর্মকর্তারা গত কয়েক মাস ধরে অফিস করেন না। সংগ্রহ করতে পারছেন না ধানের বীজ।

এ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বিভিন্ন ধান বীজের জাত স্বল্পমূল্যে কৃষকের কাছে বিক্রি করে। বাজার থেকে কৃষকেরা ধানের বীজ সংগ্রহে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও অহরহ। তাই বিএডিসির বীজের ওপর আস্থা কৃষকদের। কিন্তু কার্যালয় বন্ধ থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেন। তিনি বলেন, বিএডিসি কার্যালয়ে এসে দেখি অফিস কক্ষে তালা। এর আগেও কয়েকবার এসে অফিসে কাউকে পাইনি। ৫৮ ধানের বীজ কিনতে এসেছিলাম। কিন্তু কাউকে না পেয়ে ফিরে যাই।

বিএডিসির উপসহকারী প্রকৌশলী ইফতেখার আলম বলেন, ‘বিএডিসির এ কার্যালয়ে বর্তমানে জনবল নেই। আমার কর্মস্থল গাজীপুর সদরে, কাপাসিয়া অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তাই অফিসের কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান কালবেলাকে বলেন, আমি কাপাসিয়ায় ইউএনও হিসেবে গত দেড়মাস আগে দায়িত্ব নিয়েছি। এখন পর্যন্ত বিএডিসির কোনো কর্মকর্তার সঙ্গে আমার দেখা হয়নি। বিএডিসি অফিসের কার্যক্রম বন্ধের ব্যাপারে জানি না আমি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

‘যারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা বোকার স্বর্গে বাস করে’

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

এশিয়া কাপের আগে ভারত শিবিরে আরও দুঃসংবাদ

সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির পাইন্না সাপ

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান

আকিজ বশির গ্রুপে চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

১০

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

১১

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

১২

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম : বায়তুল মোকাররমের খতিব

১৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

১৪

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

১৫

লটারির টিকিট কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

১৬

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

১৭

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

১৮

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড, কারণ কী?

১৯

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

২০
X