নওগাঁর মান্দায় ঈদের দিন সন্ধ্যায় মদপানে তিন কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় মামলার আসামি মুক্তার হোসেনকে (২০) আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানার বিলশা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (১৪ এপ্রিল) নওগাঁ আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক মুক্তার হোসেন উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
থানা সূত্র জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজীর নির্দেশে এবং এস আই শামীম হোসেনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স থানাধীন বিলশা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মুক্তারকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল মাঠে বিষাক্ত মদপানে এই মৃত্যুর ঘটনায় নিহত কলেজছাত্র আশিকুর রহমানের চাচা জসিম উদ্দিন বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন। মামলায় নিহতদের বন্ধু মুক্তার হোসেনসহ অজ্ঞাতপরিচয় কয়েক যুবককে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ঈদের দিন মদের বিষক্রিয়ায় মারা যান কলেজছাত্র নাইমুর রহমান নিশাত, সারিকুল ইসলাম পিন্টু ও আশিকুর রহমান আশিক। অসুস্থ আরেক কলেজছাত্র নাদিম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মদ সরবরাহ করেছিলেন মুক্তার।
মন্তব্য করুন