চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রহিম (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (১০ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার ছালামপুর গ্রামের মো. গাজলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহিমকে গ্রেফতার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন