চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে বাসন্তী পূজায় হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (১৯ এপ্রিল) পূজা পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বিবৃতিতে এ দাবি জানান। পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। গত বুধবার রাতে বাসন্তী পূজা চলাকালে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি। হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক শহীদুল। তবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, চাঁদা চেয়ে না পাওয়ায় হামলা চালিয়েছে শহীদুলসহ একটি চক্র।
স্থানীয়রা জানান, সেদিন রাত পৌনে ১১টার দিকে উপজেলা খাগরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জলদাস পাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বাসন্তী পূজার আরতি চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার সহদেব জলদাসের স্ত্রী কৃষ্ণা জলদাস (৩২), অর্জুন জলদাসের ছেলে সুজন জলদাস (২৫) ও তার ভাই শিপন জলদাস (১৭) আহত হন।
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি কৃঞ্চ জলদাস বলেন, আমাদের কয়েকজন লোকের সঙ্গে শহীদ নামে এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। এর জের ধরে শহীদ তার বাহিনী নিয়ে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। তিনি কালবেলাকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।
মন্তব্য করুন