শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ
আইভীকে হুংকার হেফাজত নেতার

আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, সাবধান হয়ে যাও

নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, মেয়র আইভী আমাদের নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করো না। আমাদের মান ইজ্জতে হামলা হয়েছে, আমরাও মামলা করব। সাবধান হয়ে যাও।

হেফাজতে ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে চুরির মামলা করায় শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠানে বিকট শব্দে গান বাজনা হচ্ছিল। নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশ সেখানে যায়। পরদিন বিষয়টি সমাধান হয়ে যায়। সেই ঘটনায় এখন সিটি করপোরেশন মামলা করেছে। এতে হেফাজত নেতা ফেরদৌসুর রহমানকে আসামি করা হয়েছে, অথচ তিনি তখন নারায়ণগঞ্জে ছিলেন না। সুনামগঞ্জে একটা মাহফিলে ছিলেন।

তিনি আরও বলেন, তিনবারের মেয়র হয়ে আইভী তুমি অহংকারী হয়ে গেছো। ডিআইটি মসজিদ তোমার কীসের মাথাব্যথা। এ মসজিদ ভাঙার চেষ্টা হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। সে মামলায় আমাকে আসামি করা হয়েছিল। এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা আইভীর মাথাব্যথা।

তিনি আরও বলেন, এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকে। তুমি সবার মেয়র। তুমি তোমার আকিদা নিয়ে থাকো, আমরা আমাদের আকিদা নিয়ে থাকি। আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, আমরাও মামলা করব।

মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমি এই মামলা নিয়ে ভয় পাই না। রাজনীতিতে মেয়র আইভীর জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে গেছে। কয়েকজন ঠিকাদার ছাড়া তার আশপাশে কেউ ঘোরে না। এ জন্য তার মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন এরে গালি দেয়, কিছুদিন ওরে গালি দেয়, তিনি আসলে আলোচনায় থাকতে চান।

এর আগে, গত ১০ ফেরুয়ারি পার্ক ল্যান্ড রেস্তোরাঁর সামনে এসএসসি-৯৫ ব্যাচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে আটটার দিকে সেখানে একদল হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার প্রায় দুই মাস পর গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হেফাজতের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদৌসুর রহমানকে প্রধান আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলার আসামিদের বিরুদ্ধে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিচালনাকারীকে মারধরসহ ১০ লাখ টাকার মালপত্র ক্ষতি ও ৩ লাখ টাকার জিনিস চুরির অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১০

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১১

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১২

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৩

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৪

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৫

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৬

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৭

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৮

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৯

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

২০
X