গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এক উপজেলায় ভোটগ্রহণ স্থগিত

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের বৈধ প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যুতে সকল পদে ভোট গ্রহণ স্থগিত করা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পুনঃ তফসিলের মাধ্যমে আগামী ৫ জুন ৪র্থ ধাপে সকল পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব নির্বাচন (পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রার্থী নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরণ। চেয়ারম্যান পদে পাঁচজন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম গিয়াসউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক রওশন খান আইয়ুব মনোনয়নপত্র জমা দেন।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গোপালপুর সরকারি কলেজের সাবেক জি এস মো. মারুফ হাসান, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন এবং সার্ভার জটিলতার কারণে সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মৃত লতিফ সিটির পূত্র মো. আপন সিটি।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মোছা. হোসনে আরা বেগম।

মনোনয়নপত্র যাচাইবাছাইকালে ব্যাংক ঋণের কারণে চেয়ারম্যান প্রার্থী রওশন খান আইয়ুব ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মনোনয়ন বাতিল হয়। পরে প্রার্থিতা ফেরৎ পেতে আপিল করলে, আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক উভয়ের বাতিলের আদেশ বহাল রাখেন। উভয় প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রার্থীতা ফেরৎ পান এবং প্রতীক বরাদ্দ পান। এর মধ্যেই শুক্রবার অসুস্থতার কারণে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যু হয়।

ভাইস-চেয়ারম্যান পদে মো. শামীম আল মামুন প্রার্থিতা প্রত্যাহার করায় অপর প্রার্থী মো. মারুফ হাসান দাবি করেন। রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।

প্রার্থী কে এম গিয়াসউদ্দিন বলেন, গোপালপুরের নির্বাচন পরিস্থিতি খুবই ভালো। এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে। আমি জয়ী হবো ইনশাআল্লাহ।

মো. খাইরুল ইসলাম জানান, তীব্র তাপদাহে বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো প্রচারণা করতে পারছি না। বোরো ধান কাটার মৌসুম হওয়ায় ভোটারদের ঠিকমতো বাড়ি পাওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আব্দুল মোমেন বলেন, আমি চাই সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। সকল ভোটার ভোটকেন্দ্রে গেলে আমিই বিজয়ী হবো।

চেয়ারম্যান প্রার্থী কে এম গিয়াসউদ্দিন দোয়াত কলম, আব্দুল মোমেন ঘোড়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম আনারস, রওশন খান আইয়ুব হেলিকপ্টার, মো. খাইরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ব্যালটের মাধ্যমে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগ্নেয়গিরি থেকে হচ্ছে সোনার বৃষ্টি

অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে ফাঁসলেন আল্লু অর্জুন

গাজীপুরে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

কাস্টম গুদামের সোনা চুরি : প্রতিবেদন ৩০ জুন

গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি সেনাপ্রধান

প্রেমিকাকে বিয়ে করতে না পেরে প্রাণ দিল কিশোর

মান্নার ছেলের আবেগঘন পোস্ট ভাইরাল

ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে সি৪০ প্রতিনিধিদল

নাইম মুর্তজার নতুন গান ‘খোকা’

১০

দুর্নীতির অভিযোগে মেয়র বরখাস্ত

১১

এসএসসিতে উত্তীর্ণ নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা জানাল বিএনপি 

১২

দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু

১৩

প্রকাশ্যে ভোট দেওয়ায় এমপিকে ইসিতে তলব

১৪

৭০ হাজার টাকা বেতনে বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি

১৫

‘এনবিআর-কাস্টমসের হয়রানির বিষয় মন্ত্রিসভায় তোলা হবে’

১৬

খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়াল

১৭

অস্ট্রেলিয়ায় এমপিদের বার্নার ফোন ব্যবহারের নির্দেশ, কী এই ফোন?

১৮

ট্রাক থেকে মুরগি নামালেই চাঁদা দিতে হয় : সাঈদ খোকন

১৯

ভারতের কোচ হতে আগ্রহী নন দ্রাবিড়!

২০
X