গাজীপুরের মীরের বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শাহাদাত হোসেন মুন্না সড়ক নির্মাণ কোম্পানি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকৌশলী ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুরের বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থল মীরের বাজারে যান শাহাদাত হোসেন। সেখানে পৌঁছে মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিএমপির পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শাহাদাত হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন