মুন্সীগঞ্জের সদরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দুই ভাই-বোন হলো কেওয়ার ঢালীবাড়ি এলাকার নূরে আলমের ছেলে আল আমিন (৬) ও মেয়ে মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি আসে তারা। তারপর ওই পুকুরে গোসল করতে যায়। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান করে স্থানীয়রা। এতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা গেছে এমন খবর শুনেছি। ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন