নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে রায়হান শিকদার নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
শনিবার (১১ মে) দুপুরে দিকে সদর উপজেলার ধোন্দায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে।
নিখোঁজের মামা মো. মামুন বলেন, শনিবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় আমার গেঞ্জি পরে স্থানীয় তরুণদের সঙ্গে ফুটবল খেলতে নামে। খেলা শেষে রায়হানসহ তারা চিত্রা নদীতে গোসল করতে যায়। তবে সে ভালো সাঁতার জানত না। সে একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। হঠাৎ তার সঙ্গে থাকা তরুণরা দেখতে পায় রায়হান তাদের আশপাশে নাই। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা কালবেলাকে বলেন, খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি ইউনিট। তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। সেখান থেকে রওনা দিয়েছে। তাদের আসতে অনেক রাত হওয়ায় গতকাল উদ্ধার অভিযান পরিচালনা করা যায়নি। রোববার (১২ মে) সকালে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
মন্তব্য করুন