

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নড়াইল-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
এর আগে একই দিন দুপুরে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম কলস প্রতীক বরাদ্দ পান। প্রতীক বরাদ্দ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলীয়ভাবে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
গত ৪ ডিসেম্বর বিকেলে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর ২০ দিন পর, ২৪ ডিসেম্বর তার দলীয় মনোনয়ন প্রত্যাহার করে শরিক দলের নেতা ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে বিএনপি।
দলীয় মনোনয়ন প্রত্যাহারের পর মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং পরবর্তীতে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এদিকে নড়াইলের দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর জেলা আমির আতাউর রহমান বাচ্চু, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. তাজুল ইসলাম, লাঙল প্রতীকে জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের মো. নূর ইসলাম এবং ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম কলস ও ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক পেয়েছেন।
মন্তব্য করুন