সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
বুধবার (১৫ মে) সকাল ১০টায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন। আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা চট্টগ্রাম ও উপপ্রকল্প পরিচালক (অতিরিক্ত) সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ ষীবাস চন্দ্র চন্দ। প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, মেরিন ফিসারিজ অফিসার শফিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী আব্দুল হালিম চৌধুরী।
মন্তব্য করুন