কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৩:০৮ এএম
অনলাইন সংস্করণ

১ মণ ধানের দামেও মিলছে না দিনমজুর 

শ্রমিক সংকটে কৃষক সময় মতো ধান কাটতে পারছে না। ছবি : কালবেলা
শ্রমিক সংকটে কৃষক সময় মতো ধান কাটতে পারছে না। ছবি : কালবেলা

কুমিল্লায় দখিনা বাতাসে বোরো জমিতে দুলছে সোনালী ধান। এখন চলছে ধান কাটা-মাড়াই উৎসব। তবে জেলায় ধান কাটার দিনমজুরের সংকট রয়েছে।

জেলার মাঠে-ঘাটে এখন পাকা ধান। তবে শ্রমিক সংকটে কৃষক সময় মতো ধান কাটতে পারছে না। এক মণ ধানের দামেও একজন দিনমজুর মিলছে না। দিনমজুর মিললেও জনপ্রতি মজুরি দিতে হচ্ছে ৮০০-৮৫০ টাকা। একইসঙ্গে দিতে হচ্ছে দুই বেলা খাবার।

জেলার বিভিন্ন উপজেলার বোরো জমিতে ঘুরে দেখা গেছে, প্রতিবিঘা ধান কাটা-মাড়াইয়ের জন্য দিনমজুরি দিতে হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা। বাজারে ধানের ভালো দাম না থাকায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় চাষিরা। তবে সরকারিভাবে ধান কেনা শুরু হলে হয়ত দাম বেশি পাওয়া যাবে এমনটাই আশা করছে তারা।

চৌদ্দগ্রাম উপজেলার কালকোট গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এবার আমি চার বিঘা জমিতে ধান চাষ করেছি। ফলন আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। কাটা-মাড়াই শুরু করেছি। বিঘাপ্রতি ২০-২১ মণ ধান ঘরে তুলছি। তবে বাজারে ধানের দাম কম।’

দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের কৃষক আমিন মিয়া বলেন, ‘১৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। কয়েকটা জমির ধানে পাক ধরেছে। এসব পাকা ধান কাটতে লোক লাগিয়েছি। বাকি জমির ধান পাকতে আরও ৮-১০ দিন সময় লাগবে। আবহাওয়া ভালো থাকলে আশা করছি ফলনও ভালো পাবো।’

রংপুর থেকে আসা ধান কাটা দিনমজুর সর্দার বলেন, ‘আমরা ১০ জনের দল একসঙ্গে ধান কাটা-মাড়াই করছি। শুধু ধান কেটে নিলে আমরা বিঘাপ্রতি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা নিচ্ছি। আর কাটা ও মাড়াই করে নিলে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা নিচ্ছি। আমরা দিনে প্রায় ৪ থেকে ৫ বিঘা জমির ধান কাটা-মাড়াই করছি।’

বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮২০-৮৫০ টাকা। মুরাদনগর, দেবিদ্বার, চৌদ্দগ্রাম এলাকায় একই চিত্র দেখা গেছে।

কুমিল্লা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা শেখ আজিজুর রহমান বলেন, ‘চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৬১ হাজার ৭৫৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ২৮৮ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট ফলনের ৮৯ শতাংশ। আর ফলনের দিক থেকে ১ম অবস্থানে রয়েছে ব্রি-ধান ১০৪। এই ধান হেক্টরপ্রতি গড়ে ৪ দশমিক ৮ মেট্রিক টন ফলন পাওয়া যাচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রি ধান ৮৯। ২২ হাজার ৭৫৭ হেক্টর জমিতে এ ধান চাষ হয়েছে।’

কুমিল্লা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আইউব মাহমুদ বলেন, ‘এবার জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। তারা ধান কাঁটার দিনমজুর নিরসনের চেষ্টা করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১০

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১১

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১২

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৩

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৪

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৫

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৬

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৭

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৮

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৯

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

২০
X