ভোটারদের জিলাপি দিয়ে ভোটকেন্দ্রে আনার প্রতিযোগিতায় নেমেছে প্রার্থীর কর্মী সমর্থকরা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (২১ মে) জয়পুরহাট সদর উপজেলার পুরোনো পোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পুরোনো পোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পূর্ব পাশে দুপুর ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর এক প্রার্থীর কর্মীরা ভোট দিতে আসা ভোটারদের জিলাপির স্লিপ বিতরণ করছে এমন অভিযোগ করে আনারস প্রতীকের কর্মীদের বিরুদ্ধে মোটরসাইকেলের কর্মীগণ। এ নিয়ে কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। এতে মোটরসাইকেলের কর্মী নির্মল চন্দ্রের হাত কেটে যায়।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পরও ভোটার উপস্থিতি একেবারে না থাকায় প্রায় সব প্রার্থীর কর্মীরা কেন্দ্রের আশপাশের বাড়িগুলিতে গিয়ে মহিলা ভোটারদের মাঝে ভোট দিতে আসার জন্য জিলাপি কেনার স্লিপ হাতে ধরিয়ে দিচ্ছেন।
সদর উপজেলার কোমর গ্রামের এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী বলেন, ভোটারদের বড় আকাল। প্রায় সবাই জিলাপির স্লিপ দিয়ে ভোটার আনার চেষ্টা করছে। গ্রামের মানুষ বোরো ধান কাটা নিয়ে ব্যস্ত। তারা মাঠে। মহিলারাই বাড়িতে আছেন। তাই তাদের আনতে সবাই ব্যস্ত।
জয়পুরহাট শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৫৪ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়ে ২৯৪টি। শতকরা প্রায় ১০ ভাগ। বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান।
মন্তব্য করুন