চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

জামানত হারালেন সাবেক ছাত্রলীগ নেতা

চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জেড এম আজাদ খান। ছবি : কালবেলা
চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জেড এম আজাদ খান। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারালেন সিইসিকে সশরীরে ভোটগ্রহণ প্রত্যক্ষ করার আহ্বান জানানো সাবেক ছাত্রলীগ নেতা। চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জেড এম আজাদ খান আনারস প্রতীকে ৫ হাজার ২৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে স্থানীয় প্রশাসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্নজনের বিরুদ্ধে অভিযোগ তুলেন। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সশরীরে চাটখিল এসে ভোটগ্রহণ প্রত্যক্ষ করার জন্য কয়েক দফায় আহ্বান জানান।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

চাটখিল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৩৯২ জন। ঘোষিত ফলে দেখা যায়, চেয়ারম্যান পদে মোট ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে ৭৩ হাজার ৮৩ জন। সেখানে সাবেক এই ছাত্রলীগ নেতা আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬৭ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৭.২ শতাংশ।

এ ছাড়াও এই প্রার্থী মঙ্গলবার (২১ মে) ভোট শুরু হবার শুরুর দিকেই তিনি আলাদা আলাদা প্রায় ৩৬টি অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর জমা দেন এবং ভোট বর্জন করেন। ভোটের সময় অনেক কেন্দ্রেই এই প্রার্থী ঠিকভাবে পোলিং এজেন্টের নিয়োগের জন্য আবেদন পর্যন্ত জমা দেননি। একাধিক সূত্র বিষয়গুলো কালবেলাকে নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, ভোট শুরু হবার কয়েক ঘণ্টার মধ্যে ভোট বর্জন করে অনিয়মের বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ করে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ বা মামলা করবেন। এমন পরিকল্পনা আগেই নিয়ে রেখেছেন। সবকিছুর মূলেই ছিল তার ব্যক্তি প্রচার। তিনি ভোটের মাঠের বিভিন্ন অনিয়মকে পুঁজি করে নিজের প্রচার কাজে লাগিয়েছেন।

চাটখিল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল বলেন, সরকার ভোটে অংশগ্রহণকে উন্মুক্ত করেছে সেজন্য অনেকে প্রার্থী হয়েছেন। আমি আ.লীগের সাধারণ সম্পাদক। আজাদ খান কোনো দলীয় পদে নাই। তিনি নিজেকে আলোচনায় আনার জন্য যা করার তাই করেছেন। তিনি একজন প্রার্থী আমি হলফ করে বলতে পারব সে সব কেন্দ্র চিনে না। তার জামানত বাজেয়াপ্ত হবে এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির মোট ৬৫ হাজার ৭৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

১০

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

১১

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১২

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১৩

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১৪

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৫

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৬

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৭

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৮

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৯

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

২০
X