কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:৫৬ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারে আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : কালবেলা
ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারে আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচারের সময় অপর প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করেছে। এ সময় আরও দুই সমর্থক আহত হয়।

শুক্রবার (২৪ মে) রাত ৮টার দিকে পৌর শহরের পিয়ারাখালী মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থকরা রাত ৮টার দিকে পৌর শহরের পিয়ারাখালী মন্ডলপাড়া এলাকায় প্রচার ও ভোট প্রার্থনা করছিলেন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে মিন্টু (মোটরসাইকেল মার্কা) সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করে।

গুরুতর আহতরা হলেন, পৌর শহরের পিয়ারাখালী মন্ডলপাড়া এলাকার রেপেজ শেখের ছেলে ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. পরশ শেখ, একই এলাকার মজিবর মন্ডলের ছেলে মিজান মন্ডল, আব্দুস সাত্তারের ছেলে আমিরুল ইসলাম ও সাবের আলী মন্ডলের ছেলে মনিরুজ্জামান মজুমদার।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টুর প্রচারের সময় আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থক উপজেলা পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশব, পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রনি, যুবলীগ কর্মী বাটুল সুমন, মানিকসহ ১৪ থেকে ১৫ জনের একটি গ্রুপ মোটরসাইকেল বহর নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত করে।

চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। সে চেষ্টাকে ব্যাহত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতেই এ অপচেষ্টা। আমার সমর্থকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এই বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হোসেন শৈশব জানান, গতকালকে মোটরসাইকেল প্রার্থীর সমর্থকরা আনারস সমর্থকদের ধাওয়া করে, এরই পরিপ্রেক্ষিতে আজকে এই মারামারি, এই মারামারির সময় আমি বা যুবলীগের রনিসহ কেউই আমরা এই এলাকায় ছিলাম না।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, হামলার ঘটনায় চারজন আহত হয়েছে শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

১০

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১১

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১২

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১৩

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৪

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৫

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৬

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৭

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৮

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৯

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

২০
X