কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৫:৪৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

লালমাই পাহাড়জুড়ে মৌ মৌ করছে কাঁঠালের ঘ্রাণ

কুমিল্লা লালমাই পাহাড়ে এভাবেই ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে সুমিষ্ট কাঁঠাল। ছবি : কালবেলা
কুমিল্লা লালমাই পাহাড়ে এভাবেই ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে সুমিষ্ট কাঁঠাল। ছবি : কালবেলা

কুমিল্লা ঐতিহ্যবাহী লালমাই পাহাড় ও গোমতী নদীর বেড়িবাঁধের ওপর এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। লালমাই পাহাড়ের আশপাশের বাজারগুলোয় এখন কাঁঠাল আর কাঁঠাল। এদিকে গোমতী নদীর বেড়িবাঁধের ওপর প্রতিদিন বিকেল হলেই বসে কাঁঠালের হাট।

লালমাই পাহাড়ের উঁচু-নিচু টিলার চূড়া, ঢাল ও টিলার ফাঁকে-ফাঁকে, পাহাড়ের পাদদেশে ও আশপাশের সমতল ভূমিতে গাছে গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। পাকা সুমিষ্ট কাঁঠালের গন্ধ পুরো পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে। পাহাড়ি অঞ্চলজুড়ে এখন কাঁঠাল বিক্রির ধুম লেগেছে। নিজেদের চাহিদা মিটিয়ে হাটবারে বিক্রির জন্য সাইকেলসহ বিভিন্ন বাহনে নেওয়া হচ্ছে কাঁঠাল।

কেউ-কেউ স্বজনদের বাড়িতে কাঁঠাল পাঠাচ্ছেন। কেউ জামাই আদর করে দাওয়াত দিয়ে কাঁঠাল খাওয়াচ্ছেন। এ ছাড়া বাজারে কাঁঠালের ভালো দামও পাচ্ছেন। গোমতী নদীর বেড়িবাঁধের উত্তর পাড় সারিসারি কাঁঠাল গাছ। তাতে ধরেছে হাজার হাজার কাঁঠাল। যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। শহরের নিকটবর্তী গোমতী নদী হওয়ায় কাঁঠালের দৃশ্য দেখার জন্য নগরীর বাসিন্দারা ছুটে যান গোমতী নদীর পাড়ে।

অন্যদিকে কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়। ১২ মাইল লম্বা ও সর্বোচ্চ ৩ কিলোমিটার প্রস্থের এই পাহাড়ের যেদিকে যত দূর চোখ যায়, শুধু কাঁঠাল আর কাঁঠাল। ছোট-বড় সব গাছেই কাঁঠাল ফলেছে। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শোভা পাচ্ছে কাঁঠাল।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চন্ডীমুড়া মন্দির, ধর্মপুর, লালমাই, লালমাই সরকারি কলেজ ক্যাম্পাস, বড় ধর্মপুর, রতনপুর, বিজয়পুর, মধ্যম বিজয়পুর, রাজারখলা, চৌধুরীখলা, জামমুড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বন বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফায়ারিং স্কোয়াড ও বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরে এবার বেশি পরিমাণে কাঁঠাল ধরেছে। সরেজমিন দেখা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের সব গাছেই কাঁঠাল ধরেছে।

বিজিবির মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারের সামনে ছোট-ছোট গাছেও দেখা গেছে বড় আকৃতির কাঁঠাল ঝুলে আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের অনুচ্চ ও সরু পাহাড়শ্রেণি এলাকায় এক গাছেই ধরেছে অন্তত ৫০টির মতো কাঁঠাল।

কুমিল্লার লালমাই, রতনপুর, চন্ডীমুড়া, বাতাইছড়ি বাজার, কোটবাড়ি বাজার, বিজয়পুর বাজারে প্রচুর কাঁঠাল উঠছে। এবার কাঁঠালের দাম আকারভেদে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত।

রতনপুর বাজারের বিক্রেতা মনির হোসেন বলেন, এখন পুরোদমে কাঁঠাল বিক্রি হচ্ছে। গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। লালমাই পাহাড়ের কাঁঠালের ঐতিহ্য আছে।

একটি কাঁঠাল বাগানের মালিক সফিকুল ইসলাম জানান, লালমাই পাহাড়ের কাঁঠাল কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতির অংশই। লাল মাটিতে কাঁঠালের ফলন বেশি হয়ে থাকে। লালমাই পাহাড়ের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। এই মাটিতে কাঁঠাল ফলনের সব উপাদান রয়েছে। এসব কারণে লালমাই পাহাড়ে প্রতিবছরই কাঁঠালের বাম্পার ফলন হচ্ছে। পাহাড়ের ছোট গাছেও কাঁঠাল ঝুলছে। এই মৌসুমে শখ করে হলেও মানুষ লালমাইয়ের কাঁঠাল কেনেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

‘জ্যোতি ছোটবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত’

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেয়ে যাদের অভিনন্দন জানালেন এনসিপি নেত্রী

গ্রেপ্তারের ১৫ দিনের মাথায় বর্ষার জামিন আবেদন, নামঞ্জুরের আদেশ

অনলাইন জুয়াড়ি দিপুসহ গ্রেপ্তার ৩

‘তোমার জন্য স্ত্রীকে হত্যা করেছি’

ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া

১০

সাগরে লঘুচাপ, ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

দেশে তৈরি হয় এমন যন্ত্রাংশ আমদানিতে শুল্কছাড়ে ঝুঁকির মুখে স্থানীয় ইলেকট্রনিক্স শিল্প খাত

১২

জোবায়েদ হত্যা / অহেতুক হয়রানি করতে কোমলমতি বর্ষাকে পুলিশ গ্রেপ্তার করেছে : আইনজীবী 

১৩

সাংবাদিকতার ওপর আইজিসিএফের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪

চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

১৫

৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

১৬

ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি

১৭

৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

১৮

ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া

১৯

একই দিনে আবার বাড়ল স্বর্ণের দাম

২০
X